নিজস্ব প্রতিবেক; খেলোয়াড়দের পারিশ্রমিকের টাকা দিতে পারেনি রাজশাহী। তাই মাঠে নামেননি তাদের বিদেশি খেলোয়াড়েরা। দেশিদের নিয়ে খেলেই সবচেয়ে ধন্যট্য দল রংপুর রাইর্ডাসকে ২ রানে হারিয়েছে তারা।
বিদেশিহীন দুবার রাজশাহী দুর্দান্ত এক জয় উপহার দিয়েছে সমর্থকদের। অথচ আজকের ম্যাচে দলটির মাঠে নামা নিয়েই ছিলো যত শঙ্কা। পারিশ্রমিক ইস্যুতে বিপিএলের সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটিয়েছেন রাজশাহীর মালিকরা। টাকা না পেয়ে খেলর জন্য মাঠেই যাননি বিদেশি ক্রিকেটাররা। ফলে বাধ্যতামুলক একাদশে দুই বিদেশী রাখার কোটা পূর্ণ করতে পারেনি রাজশাহী। বিসিবির বিশেষ অনুমতিতে দেশী একাদশ নিয়ে মাঠে নেমে বিপিএলের সবচেয়ে সফল দলকে দ্বিতীয়বারের মতো হারিয়ে চমকে দিয়েছে তাসকিনের দল।
টস হেরে ব্যাট করতে নামা রাজশাহী সানজামুল ইসলামের ব্যাটে ভর করে ঠেনেঠুনে ৯ উইকেটে ১১৯ রান তুলে। স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে সানজামুল ইনিংস সর্বোচ্চ ২৮ রান করে অপরাজিত থাকেন। ২৯ বলের ইনিংসে তিনি চারটি চার হাঁকিয়েছেন। উইকেটকিপার আকবর আলী দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন ২১ বলে দুই বাউন্ডারিতে। ১৩ রান করে এসেছে এনামুল হক বিজয় ও অধিনায়ক তাসিকনের ব্যাটে।
রংপুরের হয়ে খুশদিল শাহ তিনটি, রাকিবুল ও সাইফুদ্দীন দু’টি করে উইকেট লাভ করেন।
মাত্র ১২০ রানের টার্গেটে ব্যাট করতে নামা রংপুর রাইডার্স শেষ পর্যন্ত হেরে যায় দুই রানের জন্য। ব্যাট হাতে সাইফুদ্দিন লড়াই করলেও দলকে শেষ পর্যন্ত জেতাতে পারেননি। খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, স্টিভেন টেলরদের মতো বিদেশিদের নিয়ে গড়া রংপুর রাইডার্সকে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। চার উইকেট নিয়ে রাজশাহীর জয়ের নায়ক মৃত্যুঞ্জয় চৌধুরী। হাফ সেঞ্চুরি করে অপরাজিত থেকেছেন সাইফুদ্দিন। তার ৩১ বলে ৫২ রানের ইনিংসটি অবশ্য বৃথা গেছে। ছয় চার ও তিন ছক্কা মার ছিলো তার ইনিংসে। দুই চারে ২২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন রাকিবুল। ১৪ রান করেছেন ইফতিখার। মৃত্যুঞ্জ, তাসকিন ও মোহর শেখদের বোলিং তোপে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১১৭ রানে থামে রাইডার্সরা।
রাজশাহীর হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী চারটি, মোহর শেখ ও তাসকিন দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০