স্পোর্টস ডেস্কঃ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রান পাহাড় গড়েছে গুজরাট টাইটান্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে ব্যাট করে শুভমান গিলের রেকর্ড সেঞ্চুরিতে ২৩৩ রান করেছে হার্দিক পান্ডিয়ার দল। আহমেদাবাদে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় গতবারের চ্যাম্পিয়নরা।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন গিল। চলতি আইপিএলে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। মারেন ২টি চার ও ২টি ছক্কা। ১টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন রশিদ খান।
আগে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহার সাথে ৫৪ রানের জুটি গড়েন গিল। ১৬ বলে ১৮ রান করে সাহা বিদায় নিলে ভাঙে এই জুটি। এরপর সাই সুদর্শনের সাথে রেকর্ড জুটি গড়েন গিল। শেষ পর্যন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ফিরেন তিনি। ৬০ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১২৯ রানের এই ইনিংস সাজান তিনি। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে চার ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরির কীর্তি গড়লেন গিল। প্রথমজন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঙ্গার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post