স্পোর্টস ডেস্কঃ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দারুণ জয়ে শুরু করেছে ব্র্যাম্পটন উলভস। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা বৃষ্টি আইনে হারিয়েছে মিসিসাগা প্যান্থার্সকে। ডিএলএস মেথডে ব্র্যাম্পটনের জয় ৫২ রানের ব্যবধানে।
ব্র্যাম্পটনে দিবারাত্রির ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে মিসিসাগা ২০ ওভারে ১২১ রান করে অলআউট হয়ে পড়ে। আজম খানের ব্যাটে ভর এই রান করে মিসিসাগা। আজমের ইনিংস অবশ্যই ছিল ধীরগতির। ৫৫ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। ২৯ রান আসে নভনীতের ব্যাট থেকে। দলের বড় তারকা ক্রিস গেইল ১১ বলে মাত্র ১০ রান করেন। অধিনায়ক শোয়েব মালিক করেন ৬ বলে মাত্র ১ রান।
মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন ব্র্যাম্পটনের লোগান ভ্যান বিক। ক্রিস গ্রিন ২ উইকেট লাভ করেন।
রান তাড়া করতে নেমে ৯ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ৯৯ রান করে ফেলে ব্র্যাম্পটন। এরপর বৃষ্টিতে আর খেলা না হলে ৫২ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ব্র্যাম্পটন। ব্র্যাম্পটনের হয়ে মাত্র ২৬ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন অ্যারন জনসন। এ ছাড়া ২২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মার্ক চাপম্যান।
মিসিসাগার হয়ে একমাত্র উইকেটটি নেন জাহুর খান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post