স্পোর্টস ডেস্ক:: স্প্যানিশ কোপা ডেল’রের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। ঘরের মাঠে, ঘরের ছেলে সাবেক ক্লাবের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। তাতেই ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে স্প্যানিশ কোপা ডেল রে-র সেমিফাইনালে উঠে বার্সেলোনা।
স্প্যানিশ এই টুর্নামেন্টের ফাইনালে যাওয়ার লড়াইয়ে বার্সার অপেক্ষায় ছিলো রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন তাদের ঘরের ছেলে ফেরান তোরেস। দুর্দান্ত এক রূপ দেখিয়েছেন তিনি শৈশবের ক্লাবকে, নিজের শহরে। মাত্র ত্রিশ মিনিটের মধ্যেই করে ফেলেন হ্যাটট্রিক। তোরেসের জন্ম ফয়েস নামে ভ্যালেন্সিয়ার একটি পৌরসভায়। ক্যারিয়ারও তিনি শুরু করেন ভ্যালেন্সিয়ার হয়ে।
মাস্তেলা স্টেডিয়ামে দ্বিতীয় মিনিটে কাউন্টার অ্যাটাকে থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন তোরেস। মিনিট পনেরোর পরেই জোড়া গোল পূর্ণ করেন তিনি। ১৭তম মিনিটে লামিন ইয়ামালের শট পোস্টে লেগে ফেরত আসার পর দারুণ এক শটে সেটি ভ্যালেন্সিয়াল জালে পাঠিয়ে দেন তোরেস। বার্সা এগিয়ে যায় ২-০ গোলে।
এগিয়ে থাকা বার্সাকে মিনিট পাঁচেক পরেই ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ফারমিন লোপেজ। ম্যাচের ৩০তম মিনিটে বক্সের প্রান্ত থেকে চমৎকার এক শটে ভ্যালেন্সিয়ার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তেরেস। বার্সাকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। বড় ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা
বিরতির পর বার্সা আক্রমণের গতি কিছুটা কমালেও ৫৯তম মিনিটে ইয়ামাল পঞ্চম গোলটি করেন। আর তাতেই ৫-০ গোলের বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় বার্সার। আগামী বুধবার সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম./নিপ্র/ডেস্ক/০০