নিজস্ব প্রতিবেদকঃ ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। যেখানে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলের লড়াই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস। যেখানে জিতেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স।
এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে সিলেট স্ট্রাইকার্স। অপরদিকে সমান ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দিকে ছয় নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মাশরাফী বিন মোর্ত্তাজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আকবর আলি, থিসারা পেরেরা, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ আমির।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
শুভাগত হোম (অধিনায়ক), ইরফান শুক্কুর, ম্যাক্স ও ডাউড, আফিফ হোসেন ধ্রুব, কার্টিস ক্যাস্পার, উসমান খান, বিজয়াকান্ত বিশ্বকান্ত, মৃত্যুঞ্জয় চৌধুরি, মেহেদী মারুফ, মেহেদি হাসান রানা ও নিহাদউজ্জামান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post