স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস লরির ধাক্কায় ক্ষতিগ্রস্থ হয়েছে। সীতাকুণ্ডে ফ্র্যাঞ্চাইজিটির বাসের সঙ্গে ধাক্কা লেগেছে একটি লরির, জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। তবে এতে কোনো ক্রিকেটার ছিলেন না বলে জানা গেছে। এ ছাড়া বাসে থাকা কারও কোনো ক্ষতি হয়নি বলেও জানা যায়।
রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুরে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জানা যায়, আজ সকালে বাসটি চটগ্রামের পথে রওয়ানা দেয়। সীতাকুণ্ড এলাকায় গেলে লরির ধাক্কায় সামনের দরজার অংশ ধুমড়ে-মুচড়ে যায়। গতকাল ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় পর্বের খেলা শেষ হয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে বিপিএল গড়াবে চট্টগ্রামে। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। বিকেল চারটায় বিমানযোগে চট্টগ্রাম যাবে চ্যালেঞ্জার্সরা।
প্লে-অফের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে চট্টগ্রাম। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে তারা। ঢাকার দ্বিতীয় পর্বের খেলা শেষে এবার বন্দরনগরী চট্টগ্রামে মঞ্চস্থ হওয়ার অপেক্ষায় বিপিএল। আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে হোম টিম চ্যালেঞ্জার্স। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি এ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post