নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম টেস্টে বড় হার অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। মঙ্গলবার টেস্টের চতুর্থ দিন ৫১১ রানের প্রায় অসম্ভব রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রান করেছে নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট বাঁচাতে পঞ্চম দিন (বুধবার) ৩ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে হবে টাইগারদের। জিততে শ্রীলঙ্কার দরকার ৩ উইকেট, আর বাংলাদেশের চাই আরও ২৪৩ রান!
দিনের প্রথম সেশনে উইকেট না পেলেও দ্বিতীয় সেশনে খুব বেশি অপেক্ষা করতে হয়নি শ্রীলঙ্কাকে। প্রবাথ জয়াসুরিয়ার বলে বোল্ড হয়ে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন জয়। বিশ্ব ফার্নান্দোর বলে পাঁচ ওভার পর আরেক ওপেনার জাকির হাসানও আউট হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিনও ব্যর্থতার পরিচয় দেন। ৫৫ বলে ২০ রান করে লাহিরু কুমারার দুর্দান্ত বলে হয়ে যান বোল্ড।
একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যাচ্ছিলেন মুমিনুল হক। এই ব্যাটার তুলে নেন হাফ সেঞ্চুরিও। ৮ চার ও ১ ছক্কায় ৫৬ বলে ৫০ রান করে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। শেষ সেশনে এসে আরও তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।
৫৩ বলে ৩৬ রান করে সাকিব আউট হন কামিন্দু মেন্ডিসের বলে। লাহিরু কুমারার অফ স্টাম্পের বেশ বাইরের বলে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন লিটন। দীপুও দিনের বাকি সময় ব্যাট করে আসতে পারেননি। ৩৪ বলে ১৫ রান করে কামিন্দু মেন্ডিসের বলে এলবিডব্লিউ হন তিনি। দিনের বাকি সময়টা তাইজুলকে সঙ্গে নিয়ে কাটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post