নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই শুভাগত হোমের। তবে এবার সেই অভিজ্ঞতা তার হতে যাচ্ছে। তাঁকে নেতৃত্বের ভার দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগামী ৬ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিযান শুরু হবে চট্টগ্রামের। সেই ম্যাচ দিয়েই অধিনায়কত্বে পথচলা শুরু হবে অভিজ্ঞ এই অলরাউন্ডারের।
এক বিবৃতিতে, নতুন অধিনায়কের নাম ঘোষণা করল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জাতীয় দলের হয়ে কেবল পাঁচ টি-টোয়েন্টি খেলেছেন শুভাগত। চট্টগ্রাম দলকে গত আসরে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে শেষদিকে তিনি সরে দাঁড়ালে দায়িত্ব নেন আফিফ হোসেন। কিন্তু এবার অধিনায়কের জন্য তাঁকে বিবেচনায় নেয়নি চ্যালেঞ্জার্স টিম ম্যানেজমেন্ট।
শুভাগতকে অধিনায়কের দায়িত্ব দেওয়া প্রসঙ্গে চট্টগ্রামের কোচ জুলিয়ান উড বলেন, ‘এটা এখন তোমার দল, তোমার স্কোয়াড। কোচিং স্টাফে আমরা যারা আছি, তারা তোমাদেরকে আরও ভালো হয়ে উঠতে সহায়তা করব। তবে এই দলটা এখন তোমার। এখন সামনে এগোনোর পালা।’
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড-
শুভাগত হোম (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, বিশ্ব ফার্নান্দো, আশান প্রিয়ঞ্জন, কার্টিস ক্যাম্ফার, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদী মারুফ, ম্যাক্স ও’ডাউড, উন্মুক চাঁদ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ, ফরহাদ রেজা, তাউফিক খান, নিহাদুজ্জামান, উসমান খান, শাহনেওয়াজ দাহানি, আল আমিন জুনিয়র, দারউইস রাসুলি, ভিজয়াকান্ত, পুষ্পা কুমারা, খাওয়াজা নাফি ও অভিষেক মিত্র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post