স্পোর্টস ডেস্কঃ কোপা দেল রের ম্যাচে স্প্যানিশ ফুটবলের চতুর্থ সারির দল বার্বাস্ত্রোকে হারাতে ঘাম ঝরেছে বার্সেলোনার। গত রাতে ৩-২ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের দল। ম্যাচ জিতলেও দলের খেলায় অসন্তুষ্ট সাবেক এই মিডফিল্ডার।
খেলার দ্বিতীয়ার্ধের প্রসঙ্গ তুলে জাভি বলেন, ‘আমরা দরকারের চেয়ে বেশি ভুগেছি। আর সেটা আমাদেরই ভুলের কারণে। ওদের কর্নার দিয়ে ম্যাচটা আমরা জটিল করে তুলেছি, যে কর্নারের পর ব্যবধান ১-২ হয়ে গেছে এবং ওরা দাপটও দেখাতে শুরু করে। অবশ্য ওদের জন্য এক জীবনেরই ম্যাচ ছিল।’
ফেরমিন লোপেজ বার্সাকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রাফিনহা। এর কিছুক্ষণ পরই একটি গোল শোধ করেন আদ্রিয়া দে মেসা। বার্সেলোনার তৃতীয় গোলটি করেন রবার্ত লেভানডফস্কি। শেষ সময়ে মার্ক প্রাত আরেক দফা ব্যবধান কমালেও প্রতিযোগিতার সফলতম দলকে আটকাতে পারেনি বার্বাস্ত্রো।
কোপা দেল রের শেষ ৩২-এর ম্যাচটিতে লেভা-ইলকাই গিনদোয়ানসহ নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজনকে ছাড়াই শুরুর একাদশ সাজান কোচ জাভি। তবে তাদের খেলার ধরনে কোনো পরিবর্তন আসেনি। ম্যাচ শেষ বার্সা কোচ আরও বলেন, ‘১-২ হওয়ার আগপর্যন্ত আমরা ভালো খেলছিলাম। দ্বিতীয়বার ভুগলাম পেনাল্টির কারণে। আমরা তাদের এমন সুযোগ করে দিয়েছি, যেটি হওয়ার কথা ছিল না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post