স্পোর্টস ডেস্কঃ জার্মানি এবং বায়ার্ন মিউনিখ কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে এই কিংবদন্তির মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।
পশ্চিম জার্মানির হয়ে ১৯৭৪ সালে অধিনায়ক হিসেবে এবং ১৯৯০ সালে কোচ হিসেবে বিশ্বকাপ শিরোপা হাতে তোলেন বেকেনবাওয়ার। জার্মানদের হয়ে তিনি সব মিলিয়ে খেলেছেন ১০৪ ম্যাচ। এ ছাড়া বায়ার্ন মিউনিখের হয়ে ১৯৭০ এর দশকে হ্যাটট্রিক ইউরোপিয়ান কাপও জিতেছেন।
ক্যারিয়ার জুড়ে সাফল্যের মুকুটে দুর্দান্ত সব পালক যোগ করার পথে বেকেনবাওয়ার সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। তাঁর মৃত্যুতে এক বিবৃতিতে পরিবার জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার রবিবার রাতে ঘুমের মধ্যে মারা গিয়েছেন। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার সঙ্গেই ছিল। আশা করি সবাই তার পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকবেন।’
১৯৭২ ও ১৯৭৬ সালে ব্যালন ডি’ অর জেতেন বেকেনবাওয়ার। ১৯৭৪ সালে ও পরের বছর হন রানার্সআপ। এর আগে ১৯৬৬ সালে হন তৃতীয়; সেবার বিশ্বকাপে আলো ছড়ান তিনি। ২০ বছর বয়সে চার গোল করে জেতেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। ১৯৮৪ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে যোগ দেন কোচিংয়ে। শুরুটা করেন পশ্চিম জার্মানি জাতীয় দল দিয়ে।
১৯৯০-৯১ মৌসুমে ফ্রান্সের দল অলিম্পিক মার্সেইয়ের কোচ ছিলেন বেকেনবাওয়ার। ১৯৯৩-৯৪ মৌসুম ও ১৯৯৬ সালে দুই দফায় ছিলেন বায়ার্নের কোচ। ক্লাবের হয়েও জার্মানির শীর্ষ লিগের শিরোপা জেতেন খেলোয়াড় ও কোচের ভূমিকায়। ১৯৯৮ সালে জার্মান ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post