নিজস্ব প্রতিবেদক:: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে এবার তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের ট্রফি উন্মোচন করেছে দুই দল। সিলেটের চা বাগানে চা কন্যার রূপে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের অধিনায়কেরা ট্রফি উন্মোচন করেছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামিকাল ৫ ডিসেম্বর থেকে শুরু হবে টি-২০ সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্টিত হবে ৭ ডিসেম্বর। সিরিজের শেষ টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে ৯ ডিসেম্বর।
স্বাগতিক বাংলাদেশ ইতিমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছেন ৩-০ ব্যবধানে। এবার সিলেটের সবুজ গালিচায় দুই দলের ক্রিকেটাররা মেতে উঠবেন চার-ছক্কার টি-২০ লড়াইয়ে।
বুধবার দুপুরে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা ও আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক গ্যাবি লুইস সিরিজের ট্রফি উন্মোচন করেন। দুই অধিনায়ক চা কন্যার পোশাকে চা বাগানের কুলে ট্রফি নিয়ে দাঁড়িয়ে ফটোসেশন করেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিরিজের প্রথম দুই টি-২০ অনুষ্টিত হবে দুপুর ২টায়। সিরিজের শেষ টি-২০ ম্যাচটি সকাল ১০ টায় শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবগুলো ম্যাচই দিনের আলোতে আয়োজন করছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০