নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আর সেই ম্যাচে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। একাদশ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। তবে সেদিনই রাতে ঢাকায় ফিরেন এই টাইগার পেসার।
রাতে ঢাকায় ফিরে, পরদিন অর্থাৎ শনিবার সকালেই ভারতে উড়াল দিয়েছেন মুস্তাফিজ। গন্তব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজ। আর টেস্টের চুক্তিতে না থাকায়, আগেভাগে এনওসি পেয়ে গেছেন আইপিএল খেলার জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে খেলবেন না।
সাকিব আল হাসান, লিটন দাসদের আগেই তাই সুযোগ পাচ্ছেন আইপিএল খেলার। যার ফলে শনিবার সকাল ৮টায় ভারতের উদ্দ্যেশ্যে রওনা দেন তিনি। তবে মুস্তাফিজকে চাটার্ড বিমানে করে অর্থাৎ, ভাড়া করা বিমানে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ভারতে। বিষয়টা তড়িঘড়ি করেই যেন করা হয়েছে।
এর কারণও আছে। আইপিএলে এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে দিল্লি শনিবার অর্থাৎ আজ রাতে। বাংলাদেশ সময় রাত ৮টায় লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে লখনৌতে মাঠে নামবে দিল্লি। আর সেই ম্যাচে খেলার প্রবল সম্ভাবনা আছে ফিজের।
কেননা দিল্লির বিদেশি পেস অ্যাটাকের দুই অন্যতম ভরসা প্রোটিয়া তারকা অ্যানরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিডি। তবে দুজনই জাতীয় দলের হয়ে ব্যস্ত নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে। আর তাই দলের মধ্যে একমাত্র প্রতিষ্ঠিত পেসার এখন মুস্তাফিজই। দেশের খেলা না থাকায়, আর সব মিলে যাওয়ায়, মুস্তাফিজকে শুরু থেকেই তাই পাচ্ছে দিল্লি। প্রথম ম্যাচে একাদশেও খেলানোর সম্ভাবনা।
এর জন্য তড়িঘড়ি করেই ফিজকে নিয়ে যাওয়া হচ্ছে ভাড়া করা বিমানে। ঢাকা থেকে সরাসরি ফ্লাইট নেই লখনৌতে। যেতে হলে ভেঙে ভেঙে যেতে হবে। এতে সময়ও যাবে অনেক। আর তাই চাটার্ড ফ্লাইটে করে সকালেই ঢাকা থেকে লখনৌতে উড়িয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে।
সব ঠিক থাকলে, রাতের ম্যাচেই একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজকে। তারকাদের ভিড়ে মুস্তাফিজের একাদশে জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল। তবে সেই দিকে বেশ কপাল খুলে গেছে কাটার মাস্টারের। টাইগারদের বাঁহাতি পেসার সুযোগ কাজে লাগিয়ে একাদশে জায়গা পোক্ত করতে পারেন কিনা, সেটিই দেখার বিষয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post