স্পোর্টস ডেস্কঃ স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে আজ শুরু হবে ইউরো ২০২৪। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলতে মাঠে নামার আগে জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান ‘বিপজ্জনক’ স্কটল্যান্ড ও স্নায়ুর চাপকে হারাতে পারবে বলে মনে করেন।
শক্তিমত্তার বিচারে পরিস্কার ফেভারিট জার্মানি। তবে স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না জার্মানির কোচ নাগেলসমান। স্কটিশরা যে তাদের কঠিন পরীক্ষা নিবে তাও মানছেন তিনি। তবে ঘরের মাঠের সমর্থন কাজে লাগিয়ে ভালো করতে আত্মবিশ্বাসী সাবেক বায়ার্ন মিউনিখ কোচ। তিনি বলেন, ‘তারকায় ঠাসা দল স্কটল্যান্ড নয়, কিন্তু এটাই তাদেরকে বিপজ্জনক দল তৈরি করেছে। কেননা, তাদের দলে ক্ষিপ্র গতির, ধ্রুপদী স্কটিশ মানসিকতার খেলোয়াড় আছে, যারা সবটুকু নিংড়ে দেয়।’
ঘরের মাঠে খেলা সমর্থকরাও দেখছেন বড় স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণে সমর্থকদের সমর্থনটাই আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে কোচ নাগেলসমানের, ‘আমি যখন ফুটবলারদের দিকে তাকাই তাদের মধ্যে দেখতে পাই আত্মবিশ্বাস, বিশ্বাস। এমনটাই আমি চাই। আমাদের ঘরের মাঠে খেলার সুবিধাটা আছে, তা কাজে লিগিয়ে জিততে চাই। আমরা চাপকে হারাতে পারবো, স্কটল্যান্ডোকেও।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post