স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি পিএসজি ছেড়ে পুনরায় বার্সায় ফিরতে পারেন এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিলো। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্যাম্প ন্যুতে ফেরেননি। তিনি পাড়ি জমিয়েছেন আমেরিকার ফুটবলে।
মেসি জানিয়ে ছিলেন, বার্সার ভালোর জন্যই তিনি পুরনো ঠিকানায় ফেরেননি। কারণ তিনি ফিরলে ক্লাবকে অনেক ফুটবলারকে বিক্রি করে দিতে হতো তার ব্যয় বহনের জন্য। কিন্তুু বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা জানালেন ভিন্ন কথা। তার দাবি চাপ মুক্ত থাকতেই মেসি ফেরেননি।
পিএসজি ছেড়ে বার্সায় ফিরতে চান মেসি, তিনি নিজেও এমন ইচ্ছের কথা জানিয়ে ছিলেন। এরপর বার্সেলোনা যোগাযোগ করে এই তারকার এজেন্ট বাবার সাথে। কিন্তুু জঠীলতা তৈরি হয় তার বেতন নিয়ে। কারণ মেসিকে পেমেন্ট করতে হলে কয়েকজন ফুটবলারকে বিক্রি করে দিতে হতো ক্লাবকটি। যা চাননি তিনি। মূলত একারণেই সকার লিগে পাড়ি জমান তিনি, এমনটা জানিয়ে ছিলেন।
তবে এবার বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা জানালেন, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় সাবেক তারকা চাপমুক্ত চান। চাপে থাকতে চাননি বলেই তিনি পিএসজি ছেড়েছেন আর এ কারণেই বার্সেলোনায়ও ফিরেননি। ইন্টার মায়িমিকেই শেষ পর্যন্ত বেছে নিয়েছেন।
বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা বলেন, ‘মেসি বার্সায় ফিরতে চেয়েছিলো। পিএসজিতে সে খুবই বাজে সময় কাটিয়েছে। ওর বাবা আমাকে জানিয়েছেন, ও আর এই চাপ নিতে চায়নি। আমরা তাকে ও তার সিদ্ধান্তকে সম্মান করি। মায়ামি-যাত্রার জন্য শুভকামনা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post