স্পোর্টস ডেস্ক:: দ্বিতীয় দফা বৃষ্টির হানায় আরো কমলো ওভার। এবার ম্যাচ ৪০ ওভারের সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। টসের পর বৃষ্টিতে আম্পায়াররা ৪৬ ওভার করেছিলেন ম্যাচ। দ্বিতীয় দফা বৃষ্টির পর আরো ছয় কমিয়েছেন। ৪০ ওভারের ইনিংসে ব্যাট করছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ দল তিন পেসার ও এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলছে। একমাত্র স্পিনার হিসেবে খেলছেন মিরাজ। তার আগেই বোলিং করেছেন সৌম্য। শরিফুল, মুস্তাফিজ এবং হাসান মাহমুদের পর চতুর্থ বোলার হিসেবে সৌম্যকে দিয়ে বোলিং করিয়েছেন অধিনায়ক।
শুরুর বিপর্যয় সামলিয়ে নিউজিল্যান্ড চাপে ফেলছে বাংলাদেশের বোলারদের। এরই মধ্যে দলীয় শতরা পেরিয়েছে দলটি। ১৩.৫ ওভারে ২ উইকেট থেকে দ্বিতীয় দফা ব্যাটিং শুরু করা নিউজিল্যান্ড এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮.৪ ওভারে দুই উইকেটে ১০৪ রান তুলেছে। ৪১ রানে ইয়ং ও ৪৭ রানে লাথাম ব্যাট করছেন।
ইনিংসের পঞ্চম বলে রাচিন রবীন্দ্রকে সাজ ঘরে পাঠান শরিফুল। শেষ বলে প্যাভেলিয়নের পথ ধরান হেনরি নিকোলাসকে। দু’জনের কেউই রানের খাতা খুলতে পারেননি।
টসের পরই বৃষ্টিতে৫০ ওভারের ম্যাচটি অনুষ্টিত হচ্ছে ৪৬ ওভারে। স্থানীয় সময় দুপুর ১২টা ১০মিনিটে ও বাংলাদেশ সময় ভাের ৫টা ১০ মিনিটে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। বৃষ্টির শঙ্কার মধ্যেই নির্ধারিত সময়ে টস হয়েছে। তবে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। তার আগেই বেরসিক বৃষ্টি আঘাত হানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতেছেন বাংলদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলপতি। বাংলাদেশ একাদশ সাজিয়েছে আট ব্যাটসম্যনের। সঙ্গে আছেন তিন পেসার।
দীর্ঘ দিন পর দলে ফেরা সৌম্য সরকার একাদশেও ফিরেছেন। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়ও। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে হবে টম লাথামের দলকে। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্টিত হচ্ছে। এই সফরে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে।
বাংলাদেশ একাদশ:: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন,মুশফিকুররহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকোলস, টম ল্যাথাম, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, ইশ সোধি, জ্যাকব ডাফি, উইলিয়াম ও’রুর্ক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post