নিজস্ব প্রতিবেদক:: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে চাপের মুখে ফিফটি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। দ্রুত ওপেনার লিটনের বিদায়ের পর উইকেটে নামা শান্ত টানছেন বাংলাদেশ দলকেও। ওয়ানডে ক্যারিয়ারে এটিই তার প্রথম হাফ সেঞ্চুরি।
৬৭ বলে পাঁচ চারে হাফ সেঞ্চুরি করা শান্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করছেন। লিটন, তামিম, মুশফিক-সাকিবের আউটের পর ব্যাট হাতে তিনি অবিচল আছেন। মাহমুদউল্লাহকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করছেন।
শত রানের আগেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। অলরাউন্ডার সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্ত যখন প্রতিরোধের চেষ্টায়, শতরান পেরিয়ে তখনি সাজঘরে ফিরলেন সাকিব। তার বিদায়ে বেশ বিপদেই পড়েছে বাংলাদেশ দল।
লিটন, তামিম, মুশফিকের পর সাকিবের বিদায়ে দলীয় ১০৬ রানে চার উইকেট হারালো টাইগাররা। ২৩তম ওভারের চতুর্থ বলে তাকে বোল্ড করে দেন মঈন আলী। ১২ বলে ৮ রান করেছেন তিনি।
বাংলাদেশ দল পঞ্চম ওবারের পঞ্চম বলে দলীয় ৩৩ রানেই হারিয়েছে প্রথম উইকেট। এক ছক্কায় ১৫ বলে ৭ রান করেছেন এই ওপেনার। ফিল্ড আম্পায়ার ক্রিস ওয়াকসের আবেদনে সাড়া দেন। লিটন দাস রিভিউ নিয়ে যান তৃতীয় আম্পায়ারের কাছে। তৃতীয় আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন।
লিটনের বিদায়ের পর তামিম ইকবালও ফিরেন সাজঘরে। দলীয় অর্ধশতক পেরুতেই অধিনায়ককে বোল্ড করে দেন মার্ক উড। ৫১ রানের মাথায় ইনিংসের ১০ম ওভারের তৃতীয় বলে প্যাভেলিয়নে ফেরার আগে টাইগার অধিনায়ক ৩২ বলে ২৩ রান করেছেন।
তার বিদায়ের পর দলীয় ৯৫ রানে তৃতীয় উইকেটে ইনিংসের ২০তম ওভারের চতুর্থ বলে আদিল রশিদকে তুলে মার গিয়ে মার্ক উডের হাতে বন্দী মুশফিক। এক ছক্কায় ৩৪ বলে ১৭ রান করেছেন তিনি।
এ প্রতিবদেন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩১.৪ ওভার শেষে ৪ উইকেটে ১৩৬ রান। ৫১ অপরাজিত আছেন শান্ত। মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ রানে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০00
Discussion about this post