স্পোর্টস ডেস্কঃ সাম্প্রতিক সময়ে ভারত দলের দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মিডল অর্ডার ব্যাটিং। বিশেষ করে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরের আগে ওয়ানডে ফরম্যাটে এই নিয়ে ভারত দলে কাঁটাছেড়া চলছে। এই জায়গায় পরীক্ষিত ক্রিকেটাররা চোটে থাকায় ভুগছে ভারতের টিম ম্যানেজম্যান্ট।
দলের মিডল অর্ডারের তিন ভরসা লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার ও ঋষভ পন্ত ইনজুরিতে আছেন। আর তাদেরকে না পেয়েই ভারত বেশ সমস্যায় ভূগছেন। সেই সমস্যা থেকে উত্তরণের পথ হিসেবে ছোট এক সমাধান বলে দিলেন রবি শাস্ত্রী।
ভারতের সাবেক প্রধান কোচের মতে, বিরাট কোহলিকে চার নম্বরে নামিয়ে দেওয়া উচিত। এতে করে মিডল অর্ডার আরও শক্ত হবে। এই চার নম্বরে কোহলির পরিসংখ্যানও ভালো। গেল দুই বিশ্বকাপেও একই পরিকল্পনা করেছিলেন শাস্ত্রী। বিশেষ করে সবশেষ ২০১৯ বিশ্বকাপে কোচ থাকাকালীন চেষ্টা করেছিলেন কোহলিকে চারে খেলানোর।
রবি শাস্ত্রী বলেন, ‘বিরাটের যদি চার নম্বরে ব্যাটিং করা লাগে, তাহলে দলের স্বার্থে সেটাই করবে। আমিও এমনটা ভেবেছিলাম, গত দুই বিশ্বকাপে। যখন আমি ২০১৯ সালে দলের কোচ ছিলাম। আমি তখন ভেবে, এটা নিয়ে এমএসকের ( সেসময়ের
প্রধান নির্বাচক) সাথে কথাও বলেছি। উপরের শক্তিশালী লাইনআপ ভাঙার জন্য আমি তাঁকে (বিরাট কোহলি) চারে চেয়েছিলাম।’
সাবেক তারকা ক্রিকেটার ও কমেন্টেটর আরও বলেন, ‘যদি আমরা শুরুতে ২/৩ উইকেট হারিয়ে ফেলি, তাহলেই আমরা শেষ হয়ে যাব। এটা ছিল প্রমাণিত। আর আপনি যদি বিরাট কোহলির চার নম্বরের পরিসংখ্যান দেখেন, তাহলে দেখবেন এই পজিশনে সে অনেক ভালো খেলেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post