নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এনইইউবি) ইংরেজী বিভাগের একমাত্র ক্লাব এনইইউবি ইংলিশ কাউন্সিল আয়োজন করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল)। মহামারী করোনাভাইরাস ও বন্যার প্রভাব কাটিয়ে চার বছর পর আয়োজিত হয় টুর্নামেন্টটি।
বৈরি আবহাওয়াকে মাথায় রেখে ইনডোরে হওয়া চার দলের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ থান্ডার্স। ফাইনালে দলটি একচেটিয়া আধিপত্যে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশ টাইগার্সকে।
ঝাঁকঝমকপূর্ণ আবহের ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৪ রানের বিশাল পুঁজি পায় থান্ডার্স শিবির। টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটিই। যেখানে একাই ৯ ছক্কা ও ২ চারের মারে ৬৬ রানের ক্যামিও ইনিংস খেলেন মোস্তফা ওয়াসিফ। এছাড়াও ৪ ছয় ও ২ চারের মারে ৩৪ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আল সামি।
১২৫ রানের জবাবে খেলতে নেমে ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫২ রানেই থেমে যায় ইংলিশ টাইগার্সের ইনিংস। দলের অধিনায়ক মোহাম্মদ মুসা সর্বোচ্চ ১৮ রান করেন। বাকিরা ব্যর্থ ব্যাট হাতে। এতেই ৭২ রানের হার দেখতে হয় টাইগার্সদের। সন্তুষ্ট থাকতে হয় টুর্নামেন্টের রানার্সআপ হয়েই।
ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন মোস্তফা ওয়াসিফ। ফিফটি হাঁকানো এই ক্রিকেটারে হাতে ফাইনাল সেরার পুরষ্কার তুলে দেন ইংরেজী বিভাগের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুল কবির। এছাড়া ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মাসুমা আক্তার তামান্না, সহকারী অধ্যাপক প্রসেনজিৎ কুমার ঘোষ, প্রভাষিকা বুশরা জান্নাত, প্রভাষিকা সিদরাতুল মুনতাহা ও প্রভাষক সঞ্জয় বৈষ্ণব উপস্থিত ছিলেন।
এবারের আসরে অংশ নেওয়া চারটি দল হলো ইংলিশ থান্ডার্স, ইংলিশ টাইগার্স, ইংলিশ লায়ন্স ও ইংলিশ টাইটান্স। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। টুর্নামেন্টের স্পন্সরে ছিল এভেন্ট অ্যাসোসিয়েট। এনইইউবি ইংলিশ কাউন্সিলের আয়োজনে হওয়া এই টুর্নামেন্টে ইংরেজী বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও মাঠে এসে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানায় নিজ নিজ পছন্দের দলকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post