স্পোর্টস ডেস্কঃ চেন্নাই টেস্টে বড় লিডের পথে এগোচ্ছে ভারত। ঋষভ পান্ত ও শুভমান গিল জুটিতে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের লিড চার শ ছাড়িয়েছে। ৭৫ রানে অপরাজিত থেকে সেঞ্চুরির সুবাস পাচ্ছেন গিল। ৭২ রানে অপরাজিত পন্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত দ্বিতীয় ইনিংস: ৪৮ ওভারে ৩ উইকেটে ১৮৪। দুই ইনিংস মিলিয়ে ৪১১ রানের লিড নিয়েছে তারা।
আজ ক্রিজে আসার পর থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন গিল। দেখেশুনে আক্রমণ করে যাচ্ছিলেন। তৃতীয় দিন সকালেই তুলে নিলেন ফিফটি। মেহেদি হাসান মিরাজের ওভারে দুই ছক্কায় পঞ্চাশ স্পর্শ করেন গিল। পান্ত শুরুতে ছিলেন রয়েসয়ে, তিনিও মেলতে থাকেন ডানা। বল পুরনো ও নরম হয়ে যাওয়ায় এই সময় দিশেহারা দেখায় বাংলাদেশের বোলারদের। পান্ত ফিফটি স্পর্শ করেন ৮৮ বলে। টেস্টে তার যেমন খেলার ধরণ, তার কিছুটা বিপরীত মেজাজ বহাল রেখে ছুটতে থাকেন তিনি। অনেকটা সতর্ক-পথে রান বাড়িয়ে ভারতকে শক্ত জায়গায় নিতে ভূমিকা রাখছেন কিপার ব্যাটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০