স্পোর্টস ডেস্কঃ জুনিয়র এএইচএফ কাপে আবারও চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। শিরোপা ধরে রাখার উদ্দেশ্যে যাওয়া দলকে আটকাতে পারল না কেউই। লাল-সবুজের যুবারা ট্রফি নিয়েই দেশে ফিরছে। সিঙ্গাপুরে রোববার ফাইনালে চীনকে ৪-২ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ফাইনাল ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ হাসান। দলের বাকি দুই গোলদাতা হলেন আমিরুল ইসলাম ও মোহাম্মদ জয়। ম্যাচের ২২ থেকে ২৭, এই পাঁচ মিনিটে তিনটি গোল করে নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়িয়ে ৩৩ ও ৪৪তম মিনিটে দুটি গোল শোধ করে চীন। ৫৩তম মিনিটে বাংলাদেশ শেষ গোলটি করে জয়ের রেখা টেনে দেয়।
গ্রুপ পর্বে সিঙ্গাপুরকে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার বিপক্ষেও দারুণ জয় পায় দল। সেমি ফাইনালে চাইনিজ তাইপেকে হারানোর পরই নিশ্চিত করে ফাইনাল। এবার ফাইনালে চীনকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post