স্পোর্টস ডেস্ক:: চুক্তির মেয়াদ ছিলো এখনো তিন বছর। তবে তার আগেই বার্সেলোনা ছাড়লেন ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতা স্যামুয়েল উমতিতি। বার্সার জার্সিতে ১৩৩ ম্যাচ খেলা এই মিডফিল্ডারকে ছেড়ে দিয়েছে ক্লাবটি। দুই পক্ষের সমঝোতায় হয়েছে চুক্তি বাতিল।
২০১৬ সাল থেকে বার্সায় ছিলেন উমতিতি। ২০১৮ সালের জুনে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়। সেই চুক্তির মেয়াদ শেষে গত বছর নতুন করে ২০২৬ পর্যন্ত চুক্তি করে বার্সা। কিন্তুু এই চুক্তির পর সমালোচনার মুখে পড়ে ক্লাবটি।
উমতিতির বাজে পারফরম্যান্সের পরও তার সঙ্গে চুক্তি নবায়ন করায় বার্সাকে বেশ বিপাকে পড়তে হয়। সমর্থকদের ক্ষোভের মুখেও পড়ে দলটি। নিয়মিত একাদশে সুযোগও হচ্ছিলো না এই মিডফিল্ডারের। শেষ পর্যন্ত তাই দুই পক্ষই বাতিল করলো চুক্তি।
স্প্যানিশ জায়ান্ট, লা লিগার চ্যাম্পিয়নরা এক বিবৃতিতে উমতিতির সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। এই মিডফিল্ডার বার্সা জার্সিতে দু’টি লা লিগা, দু’টি স্প্যানিশ সুপার কাপ ও তিনটি কোপা ডেলরে জিতেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post