স্পোর্টস ডেস্কঃ আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেক ম্যাচে সেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষে শুক্রবার ৪ ওভার বল করে মাত্র ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন এই পেসার। আগে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরু নির্ধারিত ওভারে ১৭৩ রানের পুঁজি পায়। জবাব দিতে নেমে ৬ উইকেটের বড় জয়ে আসর শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই।
রান তাড়া করতে নেমে রাচিন রাবিন্দ্রর ব্যাটে উড়ন্ত সূচনা করে চেন্নাই। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ১৫ বলে ১৫ করে আউট হয়ে গেলেন রাচিন সমান বলে ৩টি করে চার-ছক্কায় খেলেন ৩৭ রানের ঝোড়ো ইনিংস। এরপর আজিঙ্কা রাহানে আর ড্যারেল মিচেল দলকে অনেকটা পথ এগিয়ে দেন। রাহানে ১৯ বলে ২৭ আর মিচেল ১৮ বলে করেন ২২ রান। এরপর শেষটা রাঙান রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে।
জাদেজা ২৫ এবং দুবে অপরাজিত ছিলেন ৩৪ রানে। ব্যাঙ্গালুরুর হয়ে দুটি উইকেট নিয়েছেন গ্রিন। এর আগে বল হাতে চেন্নাইয়ের নায়ক মুস্তাফিজ। নিজের প্রথম ২ ওভারে মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়ে ব্যাঙ্গালুরুকে নাড়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৯ রান দিয়ে ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার ও ক্যামেরুন গ্রিনের উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ম্যাচ সেরাও হন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post