স্পোর্টস ডেস্কঃ চেলসির কোচ হিসেবে আবারো স্ট্যামফোর্ড ব্রিজে ফিরলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। দ্বিতীয় মেয়াদে ক্লাবের সাবেক এই তারকা অন্তর্বর্তীকালীণ কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবারের মৌসুমের শুরুতে এভারটন থেকে বরখাস্ত হয়েছিলেন ল্যাম্পার্ড। এর আগে ১৮ মাসের দায়িত্ব শেষে ২০২১ সালে চেলসি থেকেও তাঁকে ছাঁটাই করা হয়েছিল।
‘নিজের ক্লাবে’ ফিরতে পেরে উচ্ছ্বসিত ল্যাম্পার্ড। চেলসির আস্থার প্রতিদান দিতে উন্মুখ সাবেক ইংলিশ মিডফিল্ডার। ১৩ বছর চেলসির খেলোয়াড় হিসেবে তিনি ৩টি প্রিমিয়ার লিগ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। এখনো তিনি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন দখল করে আছেন। ৪৪ বছর বয়সী ল্যাম্পার্ড তার প্রথম মেয়াদের প্রথম বছরে চেলসিকে প্রিমিয়ার লিগের চতুর্থ স্থান ও এফএ কাপের ফাইনাল উপহার দিয়েছিলেন। কিন্তু পরের বছরই মৌসুমের মাঝামাঝিতে তাকে চাকরি হারাতে হয়।
তবে নতুন মেয়াদে প্রিয় ঠিকানায় আবার ফিরতে পেরে দারুণ খুশি ল্যাম্পার্ড। তিনি বলেন, ‘আমি খুব আনন্দিত এবং যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী। স্কোয়াড, অনুশীলন মাঠ, স্টেডিয়াম ও ভক্তদের সম্পর্কে ভালো ধারণা রয়েছে। তাদের চাহিদা পূরণ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post