স্পোর্টাস ডেস্কঃ চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না এনজো ফার্নান্দেজের। কুঁচকির ইনজুরিতে ভোগা আর্জেন্টিনার এই তারকা বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অস্ত্রোপচার করিয়েছেন। চলতি মৌসুমের পাশাপাশি আগামী জুনে হতে যাওয়া কোপা আমেরিকাতেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।
চেলসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘কুঁচকির সমস্যা ভোগা এনজো ফার্নান্দেজের আজ (গতকাল) সফর অস্ত্রোপচার হয়েছে। তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হয়েছে। এ কারণে ২০২৩-২৪ মৌসুমে চেলসি আর পাবে না তাঁকে। কবহ্যামে চেলসির মেডিকেল বিভাগে চলবে ২৩ বছর বয়সী মিডফিল্ডারের পুনর্বাসনপ্রক্রিয়া।’
এদিকে আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসর শুরু হবে, যেখানে আলবিসেলেস্তেরা উদ্বোধনী ম্যাচেই খেলবে কানাডার বিপক্ষে। এই আসর শুরুর আগে এনজো পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন কি না প্রশ্ন সেটিই। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এনজো। সেই বিশ্বকাপের দারুণ পারফর্মেন্সের কারণে তাকে চড়া মূল্য দিয়ে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে দলে ভেড়ায় চেলসি। এদিকে এনজোর পুনর্বাসনপ্রক্রিয়ায় কত দিন লাগবে তা জানা যায়নি। শঙ্কা রয়েছে তার কোপা আমেরিকায় খেলা নিয়েও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post