নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের প্রতিপক্ষ চিটাগাং কিংস। শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। ফাইনালের আগের দিন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, তিনি চ্যাম্পিয়নের জন্যই খেলবেন। তার বিশ্বাস দল ফাইনাল জিতবে।
বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগটির ট্রফি জিতে লঞ্চে চড়ে বরিশাল যেতে চান তামিম ইকবাল। এই বিপিএলের সফল দল তামিম, মুশফিক-রিয়াদদের দল। ফাইনালিস্ট দুই দলের মধ্যে বরিশালেরই সমর্থক বেশি। দেশী তারকাদের সঙ্গে ভালোমানের বিদেশী তারকারাও আছেন দলটিতে।
মিরপুরের হোম অব ক্রিকেটে বরিশালের ম্যাচগুলোরতে দর্শক থাকে পরিপূর্ণ। যার বেশির ভাগই তামিমের দলের। অধিনায়কের ইচ্ছে ট্রফি জিতে বরিশাল যাওয়া। আগে চ্যাম্পিয়ন হয়েও যেটা হয়নি, এবার সেটা করতে চান তিনি।
দর্শক উপস্থিতি নিয়ে সন্তুুষ্ট তামিম ইকবাল বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে, এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা; যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি, গ্রুপপর্ব হোক বা কোয়ালিফায়িং হোক, বরিশালের দর্শক সবসময় ছিল। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি।’
বিপিএলের ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল জেতে চান জানিয়ে তামিম বলেন ’অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি; ইচ্ছা আছে লঞ্চে করে বরিশাল যাব। আমার মনে হয় (এর আগে) কোনো কারণে যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই যাব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০