স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পেয়ে যেতে পারে শ্রীলঙ্কা। গত ওয়ানডে বিশ্বকাপে সেরা আটে না থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ নেই লঙ্কানদের। তবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেললে সুযোগ মিলবে নয়ে থাকা লঙ্কানদের।
আগামি বছরের শুরুতে পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক। তবে ভারত সাফ জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে খেলতে যাবে না। পাকিস্তানও জানিয়েছে, তারা একক ভাবেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায়।
দুই দেশের রাজনৈতিক বৈরিতা ক্রিকেট মাঠেও চলছে দীর্ঘ দিন থেকে। বৈশ্বিক আসর ছাড়া দ্বি-পাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। ভারতীয় দল পাকিস্তানে গিয়েও খেলে না আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্ট। এর আগে এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তান।
তবে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। ফলে পাকিস্তান অনেকটা বাধ্য হয়েই শ্রীলঙ্কাকে সহআয়োজক করে ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করেছিলো। তবে এবার পাকিস্তান জানিয়েছে, তারা একক ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায়।
সেক্ষেত্রে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে। এমনটা ঘটে থাকলে ভারতের জায়গায় ওয়ানডে বিশ্বকাপের নয়ে থাকা শ্রীলঙ্কার সুযোগ মিলতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post