স্পোর্টস ডেস্ক:: আট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর বেশি দিন বাকী নেই। ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা মনে করেন বিশ্বকাপ থেকেও বড় কঠিন চ্যাম্পিয়ন্স ট্রফি। তার যুক্তি দশ দলের বিশ্বকাপে খারাপ করলেও ফিরে আসার সুযোগ মেলে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই সুযোগ নেই।
কারণ বিশ্বকাপে প্রতিটি দল নয়টি করে ম্যাচ পায়। সবাই সবার বিপক্ষে খেলে। এক ম্যাচে খারাপ করলে, পরের ম্যাচে ফিরে আসা যায়। কিন্তুু চ্যাম্পিয়ন্স দুই গ্রুপে। প্রতিটি দল তিনটি করে ম্যাচ পায় গ্রুপে। সেরা দুই দলে থাকতে পারলে মিলে সেমিফাইনালের টিকিট। সেখানে ম্যাচ হারলেই বিপদ। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার সম্ভাবনা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিকেই কঠিন বলছেন সাউথ আফ্রিকার অধিনায়ক।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুুতির জন্য পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। সেখানে সংবাদ সম্মেলনে বাভুমা তার এমন প্রতিক্রিয়া জানিয়েছেন। রোববার লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা বলেন, ‘বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা, পুনরায় তৈরি হওয়া এবং মোমেন্টাম তৈরি করার মতো সময় পায়। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ভুল পদক্ষেপের সুযোগ নেই। হয় টুর্নামেন্টের শুরু থেকেই ভালো করবেন, নয়তো বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকবেন। ৫০ ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানেই চ্যালেঞ্জ বেশি।’
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়োজক দেশে ত্রিদেশীয় সিরিজ প্রস্তুুতির জন্য দারুণ আদর্শের জানিয়ে বাভুমা বলেন,‘এই ত্রিদেশীয় সিরিজটা পাকিস্তানে আমাদের দল গুছিয়ে নেওয়ার জন্য ভালো সুযোগ এনে দিয়েছে। একই সঙ্গে তরুণদের জন্যও এটা ভালো একটা মঞ্চ।’
আফগানিস্তানের বিপক্ষে ২১ ফেব্রুয়ারির ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে সাউথ আফ্রিকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০