স্পোর্টস ডেস্ক:: তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা সেই সিদ্ধান্ত তার নিজেকেই নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বল পাঠিয়ে দিয়েছে তামিমের কোর্টে। তাই চাইলেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন। নির্বাচকেরা তাকে স্বাগত জানাতে প্রস্তুুত আছেন। আর তিনি চাইলে নাও খেলতে পারেন।
আগামি ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দল আইসিসিতে পাঠাতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা দল অনেকটা গুছিয়ে ফেলেছেন। এখন কেবল অপেক্ষায় আছেন তামিম ইকবালের। টাইগারদের ড্যাশিং ওপেনারের সাথে সিলেটে বুধবার দুই দফা বৈঠক করেছেন নির্বাচকেরা।
টিম হোটেলে তামিমের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। নির্বাচকেরা তামিমকে জানিয়েছেন, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চাইলে খেলতে পারবেন। বিসিবি তাকে স্বাগত জানাবে। তবে বন্দরনগরীর তারকা ক্রিকেটার সিদ্ধান্তের জন্য সময় চেয়েছেন।
তামিমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে সাংবাদিকেরা জানতে চাইলে নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আরও দুই-তিনদিন অপেক্ষা করতে হবে। তামিম খেলবে কি না সেটা ও নিজেই জানাক।’
প্রিয়জনদের সাথে কথা বলে তামিম সিদ্ধান্ত জানাবেন জানিয়ে বিসিবির প্রধান নির্বাচক আরো বালেন, , ‘চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ব্যাপারে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কথা বলে সিদ্ধাত জানাবেন তামিম। সে জন্য দু-একদিন সময় চেয়ে নিয়েছেন।’
২০২৩ সালে বাংলাদেশ দলে সবশেষ খেলেছেন তামিম ইকবাল। ওই বছরের এপ্রিলে টেস্ট ও সেপ্টেম্বরে ওয়ানডে খেলেন। সাকিব ও সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বিবাদে জড়িয়ে খেরতে পারেননি ওয়ানডে বিশ্বকাপ। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত খেলে যাচ্ছেন।
সাংবাদিকদের সঙ্গে আলোচনায় প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেন, ‘আলোচনার সঙ্গে সঙ্গে ফল আসে না। খেলোয়াড়দের ফেরত আসার ক্ষেত্রে বন্ধুবান্ধব, পরিবার, শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার বিষয় থাকতে পারে। আলোচনার বিষয়টা আমাদের মধ্যেই থাক। সরাসরি উত্তর দেব না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।’
খেলার জন্য ফরচুন বরিশালের অধিনায়ক ফিট আছেন জানিয়ে প্রধান নির্বাচক আরো বলেন, ‘তামিম ইকবাল এনসিএল খেলছে, বিপিএল খেলছে। তার যোগ্যতা নিয়ে কোনো সংশয় নেই। আমরা সবাই তার ফেরার জন্য মুখিয়ে ছিলাম। যেকোন সময় আমাদের দিক থেকে আমরা তাকে স্বাগত জানাব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০