নিজস্ব প্রতিবেদক:: এক প্রান্তে সতীর্থরা যাওয়া-আসার মিছিল করছেন। ৩৫ রানেই নেই পাঁচ উইকেট। এমন বিপর্যয়েও বুক চিতিয়ে লড়াই করলেন। দুর্দান্ত ব্যাটিং করে বিশ্ব আসরে প্রথমবার সেঞ্চুরির দেখা পেলেন তাওহীদ হৃদয়। ভারতের বিপক্ষে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।
হৃদয় ১১৪ বলে ছয় চার ও দুই ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন। বিপর্যয়ে পড়া দলকে ব্যাট হাতে টেনেছেন তিনি। ষষ্ট উইকেটে জাকের আলীকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘রেকর্ড’ গড়া জুটি গড়েছেন।
টস জিতে ব্যাট করতে নেমে মহা বিপাকে পড়েছে বাংলাদেশ। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ টপ অর্ডারের ব্যর্থতায় দলীয় ৩৫ রানেই হারায় পাঁচ উইকেট। ষষ্ট উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে ১৫৪ রানের জুটি গড়ে ফিরেছেন জাকের আলী অনীক।
৩৫ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন জাকের আলী অনীক ও তাওহীদ হৃদয়। ষষ্ট উইকেট জুটিতে স্বস্তি পায় বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগাররা ৪২.৪ ওভারে ছয় উইকেটে ১৮৯ রান তুলেছে। ৬৮ রানের লড়াকু ইনিংস খেলে প্যাভেলিয়নে ফিরেছেন অনিক। ৮৪ রানে অপরাজিত আছেন হৃদয়। তাকে সঙ্গ দিতে নেমেছেন রিশাদ।
ব্যাট করতে নামা টাইগাররা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে হারায় ওপেনার সৌম্য সরকারকে। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ পরের ওভারের চতুর্থ বলে অধিনায়ক শান্তকে হারায়। তিনে নামা টাইগার অধিনায়কও রানের খাতা খুলতে পারেননি। দুই রানে দুই উইকেট হারানো বাংলাদেশ ২৬ রানে হারায় তৃতীয় উইকেট। চারে নামা মেহেদী হাসান মিরাজ ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৫ রানে ফিরেন সাজঘরে। তার আগে তৃতীয় উইকেটে তানজীদ তামিমের সঙ্গে গড়েন ২৪ রানের জুটি।
নবম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৩৫ রানে চতুর্থ উইকেটে প্যাভেলিয়নে ফেরেন ওপেনার তানজীদ হাসান তামিম। এক প্রান্ত আগলে রাখা টাইগার ওপেনার চার চারে ২৫ বলে করন ২৫ রান। তার বিদায়ের পর উইকেটে আসা অভিজ্ঞ মুশফিকুর রহিম ডাক মারেন। সিনিয়র এই ক্রিকেটারের বিদায়ে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
ষষ্ট উইকেটে দলের হাল ধরেন হৃদয় ও জাকের। ১৫৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামলান তারা। বাংলাদেশ রাখেন ম্যাচের মধ্যেই। ইনিংসের ৪৩তম ওভারের চতুর্থ বলে দলীয় ১৮৯ রানে জাকেরের বিদায়ে ভাঙে সেই জুটি। চার বাউন্ডারিতে ১১৪ বলে ৬৮ রান করেছেন জাকের।