স্পোর্টস ডেস্ক:: রোহিত শর্মা নিজেও নেই ফর্মে। ভারতীয় দলের অবস্থাও খুব একটা ভাল নয়। একের পর এক সিরিজ হারছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারেনি দলটি। একাদশ থেকে পর্যন্ত নিজেকে সরিয়ে নিয়েছেন রোহিত শর্মা। এমন অবস্থায় ভারতীয় বোর্ড বিসিসিআই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে যাচ্ছে।
তবে দল ঘোষণার এক দিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়কের নাম ঘোষণা করেছে ভারত। বরাবরের মতোই রোহিত শর্মাতেই ভরসা করছে দলটি। টি-২০ থেকে অবসর নিয়েছে, টেস্টেও ক্যারিয়ার শঙ্কায় থাকা রোহিত কেবল টিকে আছেন ওয়ানডেতে। আর সেই ফরম্যাটে অধিনায়কও থাকলেন তিনি।
বিসিসিআই শনিবার দল ঘোষণা করবে। অধিনায়ক রোহিত শর্মা দল ঘোষনার সংবাদ সম্মেলনে থাকবেন। সঙ্গে থাকবেন নির্বাচক প্রধান অজিত আগরকর। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দলও একই সঙ্গে ঘোষণা করা হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রুপ বি-তে। রোহিত শর্মাদের প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০