স্পোর্টস ডেস্ক:: ভারতীয় ক্রিকেটে বেশ আলোচিত ঘটনা ক্রিকেটারদের কিট ব্যাগ ও পরিবারের সদস্যদেরকে নিয়ে বিদেশ ভ্রমণ। কিছু দিন আগ পর্যন্তও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ক্রিকেটারদের বিদেশ সফরের সময় তাদের বহনকৃত কিট ব্যাগের খরচ বহন করতো। সেই সঙ্গে ক্রিকেটারদের স্ত্রী-প্রেমিকারা সফরের সঙ্গী হতেন, বোর্ড সেই খরচ বহন করতো।
তবে এবার বিসিসিআই সিদ্ধান্ত পাল্টেছে। তার কারণ অস্ট্রেলিয়া সফরে ভারতীয় একজন ক্রিকেটারের কিট ব্যাগ। ওই ক্রিকেটার বোর্ডার-গাভাস্কার ট্রফির সময় একাই ২৭টি কিট ব্যাগ বহন করেন। যার ওজন ছিলো ২৫০ কেজি। নিজের জিনিসপত্রের পাশাপাশি তিনি পরিবারের অন্য সদস্যদের জিনিসপত্রও বহন করেছেন বোর্ডের খরচে। ব্যাগের ওই বিশাল বহরে ১৭টি ক্রিকেট ব্যাটের পাশাপাশি তাঁর ব্যক্তিগত সহকারীদের জিনিসপত্রও ছিল।
এরপরই বিসিসিআই নিয়ম করে বিদেশ সফরের ক্ষেত্রে ক্রিকেটারদের বাড়তি কিট ব্যাগের খরচ নিজেদেরকে বহন করতে হবে। একজন ক্রিকেটার বোর্ডের খরচে কি পরিমান ব্যাগ বহন করতে পারবেন সেটিও নির্দিষ্ট করে দেওয়া হয়। বিসিসিআই জানায়, ৩০ দিনের বেশি লম্বা সফরের ক্ষেত্রে একজন খেলোয়াড় ৩টি স্যুটকেস ও ২টি কিট ব্যাগ অথবা সর্বোচ্চ ১৫০ কেজি ওজনের ব্যাগেজ নিতে পারবেন। আর সফর ৩০ দিনের কম হলে ব্যাগেজ নেওয়া যাবে ৪টি, ওজন ১২০ কেজির মধ্যে।
পাশাপামি ওই সময় জারি করা নির্দেশনায় বিসিসিআই জানিয়ে দেয়, ছোট সফরের ক্ষেত্রে ক্রিকেটাররা পরিবারের সদস্যদের সঙ্গে নিতে পারবেন না। তাদের স্ত্রী-প্রেমিকা সফর সঙ্গী হবেন কেবল লম্বা সফরে। সেটাও সর্বোচ্চ দুই সপ্তাহের মতো তারা পরিবারের সঙ্গে থাকতে পারবেন। যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটাররা স্ত্রী-প্রেমিকাকে সঙ্গে নিতে পারবেন ন। কারণ বিসিসিআইর নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি ছোট ভ্রমণ।
ভারতীয় বোর্ডের ভ্রমণনীতি অনুসারে, ন্যূনতম ৪৫ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ স্ত্রী, সন্ত্রান ও প্রেমিকাদের সঙ্গে রাখতে পারবেন ক্রিকেটাররা। এর কম সময়ের সফর হলে পরিবারের সদস্যদের সঙ্গী করতে পারবেন না তারা। আট দলের চ্যাম্পিয়নস ট্রফি মাত্র ২০ দিনের। সে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিরবারের সদস্যদের নেওয়ার সুযোগ নেই। একজন ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিবারকে সঙ্গী করতে চাইলে বিসিসিআই থেকে নিষেধ করা হয়েছে।
ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘পরে কোনো কিছু পাল্টানো হলে সেটা ভিন্ন কথা। তবে এখন পর্যন্ত এই সফরে স্ত্রী কিংবা প্রেমিকার সঙ্গ পাবেন না খেলোয়াড়েরা। সিনিয়র খেলোয়াড়দের একজন এ বিষয়ে খোঁজ নিয়েছিলেন। তাকে বলা হয়েছে, (ভ্রমণ) নীতির সিদ্ধান্ত মেনে চলতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০