স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ক্রিকেটে দিন দিন বড় দলে হয়ে উঠছিলো আফগানিস্তান। গর্জন দিচ্ছিলো বিশ্ব ক্রিকেটে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের অভিষেক ম্যাচে সেই গর্জন থামিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। বড় আশা নিয়ে প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসা আফগানিস্তান প্রথম ম্যাচে হেরেছে ১০৭ রানের বড় ব্যবধানে।
হারলেও টিকই গর্জন দিয়েছেনআফঘান ব্যাটার রহমত শাহ। প্রোটিয়া বোলারদের বিপক্ষে লড়াই করেছেন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে খেলেছেন দৃষ্টিনন্দন ৯০ রানের এক ইনিংস। বুক চিতিয়ে লড়াই করা সেই ইনিংস মন জিতেছে সমর্থকদের। সাউথ আফ্রিকার করা ৩১৫ রানের জবাবে আফগানিস্তান ২০৮ রান করেছে।
করাচিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক বাভুমা। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে দারুণ শুরু করেন ওপেনার রিকেলটন। যদিও আরেক ওপেনার জর্জি খুব সুবিধা করতে পারেননি। দলীয় ২৮ রানে, ব্যক্তিগত ১১ রানেই তিনি ফিরেন সাজঘরে। তবে এরপর আর পেছনে ফেরে থাকাতে হয়নি প্রোটিয়াদের। প্রথম পাঁচ ব্যাটসম্যানের বাকী চারজনই বড় রান করেছেন। তিন হাফ সেঞ্চুরি করেছেন, রিকেলটনতো সেঞ্চুরিই হাঁকিয়েছেন।
ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি রিকেলটন হাঁকালেন চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। ৭ চার ও ১ ছক্কায় ১০৬ বলে ১০৩ রানের ইনিংস খেলেন ২৮ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। তার সেঞ্চুরির দিনে হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক বাভুমা, ফন ডাসে ও মার্করাম। পাঁচ বাউন্ডারিতে ৭৬ বলে ৫৮ রান করেন বাভুমা। তিন চার ও দুই ছক্কায় ৪৬ বলে ৫২ রান করেছেন ফন ডাসেন। মার্করাম ৫২ রানে অপরাজিত থেকেছেন। ৩৬ বলের ইনিংস সাজিয়েছেন ছয় চার ও এক ছক্কায়। তাতেই প্রোটিয়ারা ছয় উইকেটে ৩১৫ রান তুলে।
আফগানিস্তানের হয়ে মোহাম্মদ নবী ২টি উইকেট লাভ করেন।
৩১৬ রানের বড় লক্ষ্যে খেলতে নামা আফগানিস্তান শুরু থেকেই চাপে ছিলো। যে ভাব সামলে উঠতে পারেনি দলটি। রহমত শাহর লড়াকু ইনিংস ছাড়া বিশের কোটা স্পর্শ করতে পারেননি কেউ। রহমত শাহ ইনিংস সর্বোচ্চ ৯০ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে আফগানিস্তান থেমে যায় ৪৩.৩ ওভারে ২০৮ রানে। নয় চার ও এক ছক্কায় ৯২ বলে ৯০ রানের লড়াকু ইনিংসটি খেলেছেন রহমত। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন নয়ে নামা রশিদ খান। ১৭ রান এসেছে ওপেনার ইব্রাহিম জর্দানের ব্যাট থেকে। ১৬ রান করেছেন সাদিকু্ল্লাহ।
সাউথ আফ্রিকার হয়ে রাবাদা তিনটি, লুঙ্গি ও মুল্ডার দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০