স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগের প্রথম দল হিসেবে ম্যাচের প্রথমার্ধেই গোল করেছেন আর্সেনালের পাঁচজন খেলোয়াড়। তাতে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছে দলটি। বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে লাঁসকে ৬-০ গোলে হারিয়েছে গানাররা। এই জয়ে ১ ম্যাচ হাতে রেখে নকআউট পর্বে উঠেছে গানাররা। ৫ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১২।
কোনো ইংলিশ ক্লাবের ম্যাচের প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে থাকার ঘটনাতেও প্রথম হিসেবে নাম লেখাল আর্সেনাল। ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে তারা। ম্যাচের ১২ মিনিটে প্রথম গোল করেন কাই হাভার্টজ। ২১ মিনিট পর স্কোরশিটে নাম লেখান ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুস। ২ মিনিট পরেই লিড ৩-০ করেন বুকায়ো সাকা। ২৭ মিনিটে আবারও আর্সেনালের গোল, এবার গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর্সেনালের হয়ে পঞ্চম গোলটি করেন মার্টিন ওডেগার্ড। ৫-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে স্পটকিক থেকে দলের ষষ্ঠ গোলটি করেন জর্জিনহো। এদিকে গ্রুপের অন্য ম্যাচে সেভিয়াকে ৩-২ গোলে হারানো পিএসভি ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লাঁস। ২ পয়েন্ট পাওয়া সেভিয়ার বিদায় ঘণ্টা বেজে গেছে গ্রুপ পর্ব থেকেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post