স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৭৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে ভারত। দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে মাত্র ৩০ বলে ফিফটি হাঁকান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এরপর তিনি সেঞ্চুরি পূর্ণ করেছেন ৬৩ বলে। এর মাধ্যমে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন এই ব্যাটার।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ঝড়ো ইনিংস খেলার পথে ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে তার চেয়ে বেশি ছক্কা নেই আর কারও। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নিজের ইনিংসে তৃতীয় ছক্কায় ক্রিস গেইলের ৫৫৩ ছক্কা ছাড়িয়ে গেছেন রোহিত। আজ নামের পাশে ৫৫১টি ছক্কা নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন।
ইনিংসের সপ্তম ওভারে ফজলহক ফারুকিকে পুল করে মারা ছক্কায় গেইলের রেকর্ড ছুঁয়ে ফেলেন রোহিত। পরের ওভারে নাভিন-উল-হককে আরেকটি পুলে মারা ছক্কায় গেইলকে ছাড়িয়ে যান এই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অরুণ জেটলি স্টেডিয়ামে রান বন্যা বইয়ে দিচ্ছেন রোহিত।
দারুণ সেঞ্চুরি হাঁকানোর পথে একের পর এক রেকর্ড গড়ছেন রোহিত। ছক্কার রেকর্ড ছাড়াও তিনি বিশ্বকাপে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন আজ। বিশ্বকাপের মঞ্চে ১৭ ইনিংসে ৯৭৮ রান নিয়ে এবারের আসর শুরু করেছিলেন তিনি। এদিকে ভারতের গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ২২টি রান করলেই বনে যেতেন বিশ্বকাপে দ্রুততম হাজার রানের মালিক। ওই ম্যাচে তার ব্যাট হাসেনি। আগে ব্যাট করা অজি তারকা ডেভিড ওয়ার্নার নিজের নামে করে নেন রেকর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post