নিজস্ব প্রতিবেদকঃ দিন কয়েক আগেই টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছিলেন রনি তালুকদার। দীর্ঘ প্রায় ৮ বছর পর জাতীয় দলে ডাক পেয়ে আলোও ছড়িয়েছেন। এবার প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন এই ডানহাতি ক্রিকেটার।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে রনিকে। মূলত ইনজুরির কারণে জাকির হাসান ছিটকে গেছেন সিরিজ থেকে। আর তাই তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট পৌঁছায় বাংলাদেশ দল। আইরিশদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে জোরেশোরেই প্রস্তুতি নিতে চায় স্বাগতিকরা। আর তাই সিলেট পৌঁছেই কিছুক্ষণ পর অনুশীলনে নেমে যায় ক্রিকেটাররা।
দুপুর ২টা থেকে নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন শুরু করে বাংলাদেশ। তবে সেই অনুশীলন চলাকালীনই দুঃসংবাদ টাইগারদের জন্য। বাঁহাতি এই ব্যাটার হাতে চোট পান। মূলত নেটে থ্রোয়ারের ছোড়া একটি বল খেলতে গিয়ে সরাসরি বাম হাতের বুড়ো আঙ্গুলে আঘাত পান তিনি। সাথে সাথেই ব্যাথার যন্ত্রনায় কাতরাতে দেখা যায় তাকে।
এরপর নেট থেকে বেরিয়ে এসে চেয়ারে বেশ খানিকক্ষণ বসে ছিলেন। ফিজিওকে দেখা যাচ্ছিল প্রাথমিক চিকিৎসা দিতে। টিম বয় পানি ঢালেন মাথায়। বেশ অস্বস্তিতে দেখা যায় জাকিরকে। এসময় টিম ম্যানেজার নাফীস ইকবাল সাহস জোগাচ্ছিলেন জাকিরকে। তবে খানিক পরই হাতে আইসবাথ নিয়েই ড্রেসিং রুমের দিকে রওয়ানা হন। মাঠে যা দেখা গিয়েছিল, তা মোটেও স্বস্তিদায়ক ছিল না।
এতে করে অশনি সংকেত কাজ করছিল। খানিক পরই জানা যায় পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন জাকির। অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছেন তিনি। সিলেটে আয়ারল্যান্ড সিরিজের আগে প্রথম দিনের অনুশীলনেই তাই বড় ধাক্কা দলের জন্য। এছাড়া প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেয়েও খেলতে না পারার আক্ষেপ ইনফর্ম এই ব্যাটারের।
জাকিরের ইনজুরিতে কপাল খুলেছে রনির। প্রথমবারের মতো এক দিনের ক্রিকেটে জাতীয় দলে ডাক পেয়েছেন। গেল বিপিএল থেকেই দারুণ সময় কাটছে। এবার যোগ হলো নতুন সুসংবাদ। সন্ধ্যায় ডাক পেয়েছেন সিলেটে উড়াল দেওয়ার। এদিনই ডিপিএলেও দারুণ ইনিংস খেলেছেন মোহামেডানের হয়ে ৬১ বলে ১২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৮০ রানের ক্যামিও ইনিংস খেলেন। যদিও দল জিততে পারেনি। তবে তিনি ছিলেন ফর্মে ঠিকই।
উল্লেখ্য, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামি ১৮ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০ মার্চ দ্বিতীয় ওয়ানডে ও ২৩ মার্চ হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post