স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড দল। ঘরের মাঠে আসন্ন এই সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তবে সেই দল থেকে দুটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে কিউইরা।
চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার ম্যাট হেনরি ও উইকেটকিপার-ব্যাটার টিম সেইফার্ট। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে এনজেডসি। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন পেসার বেন সিয়ার্স ও ব্যাটার উইল ইয়ং।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৩ ও ২৫ ফেব্রুয়ারি।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ইশ সোধি, টিম সাউদি (প্রথম ম্যাচ) ও উইল ইয়ং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post