স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ হারলেও স্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দাপুটে জয়ের স্বাদ পায় নাজমুল হোসেন শান্তর দল। নেপিয়ারে শনিবার ৯ উইকেটের বড় জয় পেয়েছে তারা। যা নিউজিল্যান্ডের মাটিতে টাইগারদের ইতিহাস। আগের ১৮ ওয়ানডেতে কিউইদের তাদের মাঠে হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে ধরা দিলো জয়। সাদা বলের দুই ফরম্যাটে এটিই প্রথম জয় টাইগারদের।
ওয়ানডের পর এখন সামনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই নেপিয়ারেই বুধবার শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই সিরিজ শুরুর আগে তিন দিনের ছুটি। ঐতিহাসিক জয়ের পর এ ছুটিতে টাইগারদের পরিকল্পনা কী? তারা কী ঘুরে দেখতে চান না প্রাকৃতিক সৌন্দর্য্যে শোভিত নেপিয়ার শহরটা? সে পরিকল্পনা থাকলেও শান্তর মাথায় আপাতত ঘুরপাক খাচ্ছে টি-টোয়েন্টির লড়াই।
আগামী ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথমটি নেপিয়ারে হলেও পরের দু’টি হবে মাউন্ট মাঙ্গুনাইয়ে। এদিকে ঘুরতে বের হওয়া প্রসঙ্গে আজ বড় জয়ের পর শান্ত বলেন, ‘আমরা কিছু জায়গায় ঘুরে বেড়ানোর পরিকল্পনা করেছি। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কিছুদিনের মধ্যে আমাদেরকে টি-টোয়েন্টির লড়াইয়ে নামতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post