স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ম্যাচে নাটকীয় জয় লাহোর কালান্দার্সের। সোমবার রাতে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু হলো দলটির। মুলতানে আগে ব্যাট করে ১৭৫ রান করে লাহোর। জবাবে স্বাগতিক মুলতান সুলতান্সের ইনিংস থামে ১৭৪ রানে। ১ রানের নাটকীয় জয় পায় শাহিন আফ্রিদির দল।
প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ব্যাটার ফখর জামান ও মির্জা বেইগ লাহোরকে দারুণ শুরু এনে দিয়েছিলেন। ৭.২ ওভারে ৬১ রানে তুলে প্রথম উইকেট হারায় তারা। ২৬ বলে ৫ চার হাঁকিয়ে ৩২ রান করে আউট হন মির্জা। এরপরে ১৭ বলে ১৯ রানের ইনিংস খেলেন শাই হোপ। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলেই পিএসএলে যোগ দেন এই ক্যারিবিয়ান উইকেটকিপার ব্যাটার।
হোপের আউটের পরই দ্রুত জোড়া ধাক্কা খায় লাহোর। মাত্র ৩ রান করে আউট হন কামরান গুলাম। ফিরে যান ফখরও। ৪২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩ চার ও ৫ ছক্কা। এরপরে সিকান্দার রাজা ও হোসেইন তালাত দলের রানকে ১৭৫ এ নিয়ে যান। রাজা ১৪ বলে করেন অপরাজিত ১৯ রান ও তালাত ১২ বলে ২০ রান করেন। মুলতানের হয়ে দুটি করে উইকেট নেন ইনসানউল্লাহ ও উসমান মির। দাহানি ও আকিল হোসেন একটি করে উইকেট নেন।
জবাবে মুলতানেরও শুরুটা দারুণ হয়েছিল। শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ১২.২ ওভারে ১০০ রান করে প্রথন উইকেট হারায় দলটি। ৩১ বলে ৩৫ রান করে আউট হন শান মাসুদ। ডেভিড মিলার এসে ২০ বলে ২৫ রান করেন। কাইরন পোলার্ড ১২ বলে করেন ২০ রান। খুশদিল শাহ ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।
শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান দরকার ছিল মুলতানের। শেষ ২ বলে দরকার ছিল ১০ রান, খুশদিল শাহ মারতে পারেন দুটি চার। রিজওয়ান ৫০ বলে ৮ চার ও এক ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন। ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা লাহোরের ওপেনার ফখর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post