স্পোর্টস ডেস্কঃ ডোমিনিকা টেস্টে রেকর্ড ব্যবধানে জিতল ভারত। উইন্ডিজকে ম্যাচের তৃতীয় দিনে ইনিংস ও ১৪১ রানে হারিয়েছে তারা। পুরো ম্যাচে স্বাগতিকদের চেপে ধরে রাখে রোহিত শর্মার দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা।
জবাবে অভিষিক্ত জস্বভী জয়সওয়ালের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৪২১ রানে ইনিংস ঘোষণা করে ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে মাত্র ১৩০ রানে গুঁটিয়ে যায় উইন্ডিজ। ভারত ম্যাচ জিতে রেকর্ড ব্যবধানে। ইনিংস ও ১৪১ রানের জয় পাওয়া ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল হাতে ৭ উইকেট নিয়েছে রবিচন্দন অশ্বিন।
এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরির দেখা পান রোহিত ও জয়সওয়াল। দশম সেঞ্চুরির স্বাদ নিয়ে উইন্ডিজের স্পিনার আলিক আথানাজের শিকার হয়ে প্যাভিলিয়েনে ফিরেন রোহিত। ১০টি চার ও ২টি ছক্কায় ২২১ বলে ১০৩ রান করেন তিনি। এদিকে ভারতের ১৭তম ও তৃতীয় ওপেনার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেন জয়সওয়াল।
উদ্বোধনী জুটিতে ২২৯ রান করেন রোহিত ও জয়সওয়াল। এশিয়ার বাইরে ভারতের হয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানে ৪৪ বছরের রেকর্ড ভাঙ্গেন তারা। ১৯৭৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২১৩ রান করেছিলেন সুনীল গাভাস্কার ও চেতন চৌহান। রোহিতের বিদায়ের পর তিন নম্বরে নামা শুভমান গিল ৬ রানে আউট হন। এরপর তৃতীয় উইকেটে বিরাট কোহলিকে নিয়ে অবিচ্ছিন্ন ৭২ রান তুলে দিনের খেলা শেষ করেন জয়সওয়াল।
তৃতীয় দিনে ১৮২ বলে ৭৬ রান করে ফিরেন কোহলি। আর রেকর্ড গড়া জয়সওয়ালের ব্যাট থেকে আসে ৩৮৭ বলে ১৭১ রান। ১৬ চার ও ১ ছক্কায় এই ইনিংস সাজান তিনি। কোহলির ইনিংস ছিল ৫টি চারের মার। ৪২১ রান সংগ্রহের পর ইনিংস ঘোষণা করে ভারত। জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ক্যারিবিয়ান ব্যাটাররা। দুই ভারতীয় স্পিনার অশ্বিন-জাদেজার বলের জবাবই দিতে পারেন নি কেউ। ১৩০ রানে অলআউট হয়ে যায় ক্রেইগ ব্রাথওয়েটের দল।
ভারতের হয়ে অশ্বিন ২১.৩ ওভার বল করে ৭টি মেডেনসহ ৭১ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। দুই ইনিংস মিলিয়ে অশ্বিন ১২টি উইকেট নেন। জাদেজা দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে ২টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post