স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠল ভারত। কোয়ার্টার ফাইনালে আজ নেপালকে হারাল ঋতুরাজ গায়কোয়াডের দল। চীনের হাংঝুতে আজ আগে ব্যাট করে ২০২ রান করে তারা। জবাব দিতে নেমে হিমালয়ের দেশ নেপাল থামে ১৭৯ রানে। ২৩ রানের জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে খেলবে ভারত।
মঙ্গলবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক গায়কোয়াড। অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিপক্ষে মারমুখী মেজাজে সেঞ্চুরি হাঁকান যশস্বী জয়সওয়াল। মাত্র ৪৯ বলে ১০০ করেন তিনি। বিস্ফোরক ইনিংসে ৮টি চার ও ৭টি ছক্কা। স্ট্রাইক রেট ২০৪.০৮। ২৩ বলে ২৫ রানে ফিরে যান গায়কোয়াড।
এরপর লোয়ার অর্ডারে শিবম দুবে ও রিঙ্কু সিং দাপট দেখান। দুবে ১৯ বলে ২৫ অপরাজিত থাকেন ২টি চার ও ১টি ছক্কায়। রিঙ্কু ১৫ বলে ৩৭ রান করেন ২টি চার ও ৪টি ছক্কায়। জবাব দিতে নেমে কুশল ভুর্তেল ও কুশল মাল্লা আগ্রাসী মেজাজে শুরু করলেও খুব বেশিদূর এগোতে পারেননি। ভারতের সাঁই কিশোর ও রবি বিষ্ণোইয়ের স্পিন ম্যাজিকের সুবিধা করতে পারে নি নেপাল। বিষ্ণোই ২৪ রানে ৩ এবং সাঁই কিশোর ২৫ রানে ১ উইকেট নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post