নিজস্ব প্রতিবেদকঃ পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়ছে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে ফিল্ডিং করছে মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন সিলেট। অপরদিকে আগে ব্যাট করতে নেমে বিপাকেই রয়েছে চট্টগ্রাম। পাওয়ার প্লে শেষে বাজে শুরু দলটির।
ইনিংসের শুরুতে মাশরাফী ও আমিরের করার প্রথম দুই ওভার থেকে মাত্র ১ রান করে মোট ২ রান নিতে পারে চট্টগ্রাম। তবে তৃতীয় ওভারে মাশরাফীকে একটি ছক্কা হাঁকান ওপেনার মেহেদী মারুফ। সেই মারুফ পঞ্চম বলে শিকার হয়েছেন রান আউটের।
আরেক ওপেনার দারউইস রাসুলির সাথে ভুল বোঝাবুঝিতে নন-স্ট্রাইক প্রান্তে রান আউটের কবলে পড়েন মারুফ। আর দারুণ এক থ্রো’তে সেই রান আউটের কারিগর জাকির হাসান। সরাসরি স্টাম্প ভেঙে দেন। যার ফলে ১৪ বলে ১ ছক্কায় ১১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মারুফ।
এরপর উইকেট পতন হয় রাসুলির। তবে টিকতে পারেননি বেশি সময়। মোহাম্মদ আমিরের করা ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে প্যাভিলিয়নে ফেরেন রাসুলি। বাউন্সিং বল বুঝতে পারেননি তিনি। উইকেটের পেছনে থাকা মুশফিকের লাফিয়ে উঠা দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ধরতে হয় ড্রেসিং রুমে পথ। নামের পাশে তখন ৯ বলে মাত্র ৩ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লে শেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২১ রান। টপ অর্ডারে নেমে ৭ বলে ৩ রানে আল আমিন জুনিয়র ও চারে নামা অধিনায়ক শুভাগত হোম ৬ বলে ১ রান করে অপরাজিত আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post