নিজস্ব প্রতিবেদকঃ ব্যাটারদের দৃঢ়তায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। আজ (শনিবার) প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসান-মেহেদি হাসান মিরাজের ফরচুন বরিশালকে।
মিরপুরে বরিশালের দেওয়া পাহাড়সম রান সহজেই টপকে যায় সিলেট। আগে ব্যাট করে সাকিব ঝড়ে ১৯৪ রান করে বরিশাল। জবাব দিতে নেমে ৬ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় জয়। ৪০ বলে ৫ চার আর ১ ছক্কায় ৪৮ রান করে রানআউটের ফাঁদে পড়েন নাজমুল হোসেন শান্ত। ফিফটি হাঁকানো তৌহিদ হৃদয় ৩৪ বলে ৭ চার আর ১ ছক্কায় করেন ৫৪।
এরপর ১৮ বলে ৪৩ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন কদিন আগেই জাতীয় দলে সুযোগ পাওয়া জাকির হাসান। যে ইনিংসে ৪টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাটার। মুশফিকুর রহিম ১১ বলে ২৩ ও থিসারা পেরেরা ৯ বলে রানের অপরাজিত ইনিংসে দল জিতিয়ে মাঠ ছাড়েন।
লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই কলিন অ্যাকারম্যানকে হারিয়ে বসে সিলেট। তবে সে চাপকে সামলে নিয়ে এগিয়ে চলেন শান্ত এবং হৃদয়। ১০১ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন তারা। পরবর্তীতে শান্ত ৪৭ এবং হৃদয় ৫৫ রান করে ফেরেন। এরপর ব্যাট হাতে বিধ্বংসী রূপ ধারণ করেন জাকির। রীতিমত একটা ঝড়ো ইনিংস খেলে ১৮ বলে ৪৩ রান করে ফেরেন।
বাকি পথ অবশ্য পাড়ি দেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক এবং পেরেরা। মুশফিক ২৩ এবং পেরেরা ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বরিশালের হয়ে চাতুরাঙ্গা ডি সিলভা এবং করিম জানাত ১টি করে উইকেট লাভ করেন। দলের তিন পেসার কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন ও খালেদ আহমেদ ছিলেন বেশ খরুচে। সাকিব-মিরাজও পান নি উইকেটের দেখা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই সিলেটের বোলারদের ওপর চড়াও হন এনামুল হক বিজয়। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন চতুরাঙ্গা ডি সিলভা। দুজনে মিলে ৬৭ রানের জুটি গড়েন। ২১ বলে ২৯ রান করে মাশরাফির বলে ক্যাচ হয়ে ফেরেন বিজয়।
বিজয়ের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি শ্রীলঙ্কান সিলভাও। ৩৬ রান করে তিনি ফেরেন ইমাদ ওয়াসিমের শিকার হয়ে। এরপর সাকিব এক প্রান্ত আগলে রেখে শুরু করেন ঝড়ো ব্যাটিং। ২৭ বলে তুলে নেন ফিফটি। শেষ ওভারে তাঁকে মোহাম্মদ আমিরের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান সিলেটের অধিনায়ক মাশরাফী। মাত্র ৩২ বলে ৪ ছক্কা ৭ চারে ৬৭ রান করেন সাকিব।
শেষদিকে করিম জানাতের ক্যামিও ইনিংসে ১৯৪ রানে থামে বরিশালের ইনিংস। ১২ বলে ১৭ রান করেন করিম। ২ ছক্কায় এই ইনিংস সাজান তিনি। ১ ছক্কা ও ১ চারে ১২ বলে ১৯ রান করেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বরিশালের দুই পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী ও ইফতিখার আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post