স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। রোববার রাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৩ রানে জিতেছে জাসপ্রিত বুমরাহ’র দল। আগে ব্যাটে করে ভারত ৫ উইকেটে ১৮৫ রানের পুঁজি পায়। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রানে আটকে যায়।
পাঁচে নেমে ২১ বলে ৩৮ রান করেছেন ভারতের ব্যাটার রিংকু সিং। জাতীয় দলের জার্সিতে এই সিরিজ দিয়ে অভিষেক হয়েছে বাঁহাতি এই ব্যাটারের। এর আগে আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে (অভিষেক) ব্যাট করার সুযোগ পান নি তিনি। দ্বিতীয় ম্যাচে ব্যাট তিনি মেরেছেন ২টি চার ও ৩টি ছক্কা। ৩ ছক্কার দুটিই তিনি মেরেছেন ১৯তম ওভারে। তৃতীয় ছক্কাটি মার্ক অ্যাডাইরের করা শেষ ওভারে।
এছাড়া১ ছক্কা ও ৬ চারে ৪৩ বলে ৫৮ রান করেন রুতুরাজ। স্যামসনের ২৬ বলে ৪০ রানের ইনিংসে ১ ছক্কার সঙ্গে ৫টি চার। ৩ ছক্কা ও ২ চারে ২১ বলে ৩৮ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন রিংকু। ২০২৩ আইপিএলের পর থেকেই তাঁকে টি-টোয়েন্টি দলে নেওয়ার দাবি উঠতে থাকে জোরেশোরে। ওই আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ১৪৯.৫২ স্ট্রাইক রেট ও ৫৯.২৫ গড়ে দলের সর্বোচ্চ ৪৭৪ রান করেন।
গত রাতে ভারতের করা ১৮৬ রান তাড়ায় তৃতীয় ওভারেই জোড়া উইকেট হারায় আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং আর লোরকান টাকার দুজনেই প্রসিধ কৃষ্ণের বলে আউট হন কোন রান না করে। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে এই পেসারের। মিডল অর্ডারে কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেলরাও থিতু হয়ে টানতে পারেননি।
দলকে একা টানছিলেন সাবেক অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। ১৬তম ওভারে তিনি ৫১ বলে ৭২ করে ফিরলে আশা মিইয়ে যায় আয়ারল্যান্ডের। শেষ দিকে মার্ক অ্যাডার ১৫ বলে ২৩ করে স্রেফ হারের ব্যবধান কমিয়েছেন। বুমরাহ ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট রভি বিষ্ণোই ও কৃষ্ণ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post