স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দুই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর এবার জাপানকে উড়িয়ে দিয়েছে জুনিয়র টাইগাররা। ব্যাটে-বলে দাপটের সহিত খেলে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সেমির পথে অনেকটাই এগিয়ে গেল দল।
আইসিসি একাডেমিতে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে অখ্যাত জাপান। তবে বড় স্কোর গড়তে পারেনি। একশ’র আগেই হয়েছে অলআউট। ৪৭.১ ওভার খেললেও, মাত্র ৯৯ রানে গুঁটিয়ে যায় দলটির ইনিংস। সর্বোচ্চ ৮০ বলে ১৮ রান করেন ওপেনার নিহার পারমার। ১৭ রান আসে কেইফার লেকের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে সাত জন বোলার বল করেন সব মিলিয়ে। সবাই উইকেটের দেখা পেয়েছেন। এর মধ্যে মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন।
১০০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ দল। টি-টোয়েন্টি মেজাজের ব্যাটিংয়ে দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম মিলে মাত্র ৭.৫ ওভারে তুলেন ৭১ রান। ১৬ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৯ রানের ক্যামিও খেলে আউট হলে সেই জুটি ভাঙে।
তবে এরপর আর কোনো উইকেট হারায়নি দল। মাত্র ১১.২ ওভারেই বাংলাদেশ পৌঁছে যায় জয়ের বন্দরে। ওপেনার আশিকুর রহমান ৪৫ বলে ৮ বাউন্ডারিতে ৫৫ রান করে অপরাজিত থাকেন। মোহাম্মদ রিজওয়ান অপরাজিত থাকেন ১০ রান করে।
জাপানের হয়ে চার্লস হিনজে একমাত্র উইকেটটি তুলে নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post