স্পোর্টস ডেস্কঃ জিম আফ্রো টি-টেন লিগ প্রথমবার মাঠে গড়াল শুক্রবার। সূচি অনুযায়ী বৃহস্পতিবার এই লিগ শুরু হওয়ার কথা থাকলেও মাঠের সংস্কার কাজের জন্য একদিন পিছিয়ে দেওয়া হয়। শুক্রবার প্রথমদিনের তৃতীয় ম্যাচে মাঠে নামে বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ বাফেলোস।
এই ম্যাচে জোবার্গের হয়ে খেলেন বাংলাদেশের তারকা উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। প্রথমবার টি-টেন ফরম্যাটে খেলা এই ডানহাতি ক্রিকেটারের অভিষেক হয়েছে দারুণ। ব্যাটে হাতে দলের হয়ে ইনিংস সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাট থেকে। বুলাওয়ের বিপক্ষে ২৩ বলে ৪৬ রান করেছেন মুশফিক।
ছয়ে নেমে অপরাজিত ৪৬ রান করেন মুশফিক। ১৭ রানে ৪ উইকেট হারানো বুলাওয়েকে ১০ ওভারে দেন ১০৫ রানের ভিত। বাংলাদেশি এই ব্যাটারের ব্যাটে ছিল ৮টা চারের মার। এই ম্যাচে বুলাওয়ের জার্সিতে থাকা ‘জুয়া’ কোম্পানির লোগো আলাদা করে ঢেকে খেলতে নামেন মুশফিক।
মহাগ্রন্থ আল কোরআনে মদ-জুয়াকে ঘৃণ্য বস্তু বলা হয়েছে। এগুলো থেকে দূরে থাকার আদেশ দেওয়া হয়েছে। এজন্যই মূলত মুশফিক বুলাওয়ের জার্সিতে থাকা একটি ‘জুয়া’ কোম্পানির লোগোর বিজ্ঞাপন ঢেকে ম্যাচ খেলেছেন। শুধুমাত্র তিনিই নন, ক্রিকেট বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে এমন কাজ করেছেন একাধিক মুসলিম ক্রিকেটার।
আইপিএলে মঈন আলী মদ কোম্পানির লোগো সম্বলিত জার্সি গায়ে দিতে চান নি। এছাড়া পাকিস্তানের বাবর আজম ভাইটালি ব্লাস্টেও জার্সিতে বহন করতে চান নি মদ কোম্পানির লোগো। এছাড়া সাবেক তারকা ব্যাটার হাশিম আমলাও এমন কাজ করেছেন। এবার জিম্বাবুয়ের মাঠে একই কাজ করলেন বাংলাদেশের মুশফিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post