স্পোর্টস ডেস্ক:: সমর্থকদের কাছে একদমই অপরিচিত ছিলো ইন্টার মায়ামি। মেজর লিগের ক্লাবটি আলোচনায় আসে লিওনেল মেসির সঙ্গে চুক্তি করে। এরপরই সমর্থকেরা ক্লাবটির সম্পর্কে খোঁজ-খবর নিতে শুরু করেন।
মেজর লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মায়ামি যেনো জিততেই ভুলে গেছিলো। একের পর এক হারে ক্লান্ত ছিলো ক্লাবটি। লিওনেল মেসি যাওয়ার পর থেকেই ক্লাবটি ঘুরে দাঁড়ায়। টানা জয়ের মধ্যে আছে।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাও টানা গোলের দেখা পাচ্ছেন। প্রতিটি ম্যাচেই গোল করছেন। এবার ক্লাবকে লিগস কাপের ফাইনালে তুললেন তিনি। প্রতিপক্ষ ফিলডেলফিয়া ইউনিয়নকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে মেসিরা। একে একে চার গোল দিয়ে সেমিফাইনাল বাধা টপকেছে দলটি।
যুক্তরাষ্ট্রের সুবারু পার্কে ভোরে অনুষ্টিত হওয়া ম্যাচটিতে ইন্টার মায়ামি ফিলডেফিয়াকে হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। ম্যাচে পুরোটা সময় মেসিরা আধিপত্য বিস্তার করে খেলেছে। প্রথমার্ধের তিন গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধে এক গোলে মায়ামি হালি পূরণ করেছে।
শুরুতেই তিন গোলে পিছিয়ে পড়া ফিলডেলফিয়া দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও স্বপ্নের ফাইনাল নিশ্চিত করতে পারেনি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত মায়ামি আধিপত্য ধরে রেখেই খেলেছে।
ভেনেজুয়েলার তারকা জোসেফ মার্টিনেজের গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় মায়ামি। ১-০ গোলে এগিয়ে যাওয়া দলটি মেসির গোলে ২০তম মিনিটেই ব্যবধান ২-০ করে ফেলে। কুড়ি মিনিটেই এগিয়ে যাওয়া মায়ামিকে প্রথমার্ধের শেষ দিকে আরো এগিয়ে দেন জড্রি আলবা। যোগ করা সময়ের তৃতীয মিনিটে তার গোলেই মায়ামি লিড নেয় ৩-০ ব্যবধানে। প্রথমার্ধেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বিরতিতে যেতে হয় ফিলডেলফিয়া ইউনিয়নকে।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ফিলডেলফিয়া। ব্যবধানও কমায় দলটি। ৭৩তম মিনিটে আলিজেন্দ্রা বিদয়ার বল পাঠান মেসিদের জালে। ম্যাচের স্কোর লাইন হয়ে ৩-১। তবে শেষ দিকে ফিলডেলফিয়ার জালে শেষ পেরেক ঠুকে দেন বদলী নামা ডেভিড রুইজ। ম্যাচের ৮৪তম মিনিটে তার গোলেই হালি পূর্ণ করে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post