নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগের টি-২০ ফরম্যাটে প্রথম ম্যাচে জিততে পারলো না সিলেট। উদ্বোধনী দিনের ম্যাচে সিলেট বিভাগ ঢাকার কাছে হেরে গেছে ছয় উইকেটের ব্যবধানে। জিসানের সেঞ্চুরি বৃথা গেছে আরিফুল ইসলামের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসের কাছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট আগে ব্যাট করতে নেমে ওপেনার জিসানের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২০৫ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা ঢাকা অল্পের জন্য আরিফুল ইসলামের সেঞ্চুরি মিসের ম্যাচে চার উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে ফেলে।
আগে ব্যাট করতে নামা সিলেট দুই উদ্বোধনী ব্যাটার জিসান ও তুষারের ব্যাটেই শুভ সূচনা পায়। দু’জনে মিলে তুলে নেন ৪৯ রান। এরপর প্রথম উইকেটে তুষার ব্যক্তিগত ২৯ রানে ফিরে গেলেও দুর্দান্ত খেলতে থাকেন জিসান। এনসিএল টি-২০তে তুলে নেন প্রথম সেঞ্চুরি। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ইনিংসটি খেলতে ৫৩টি বল মোকাবেলা করেছেন। ১০০ রানের নান্দনিক ইনিংসে চার চারের সঙ্গে দশ ছক্কা হাঁকিয়েছেন। ২৫ বলে ২৬ রান করেছেন অমিত হাসান। ১৭ রানে অপরাজিত থেকেছেন অধিনায়ক মাহফুজুর রাব্বি। তাতেই চার উইকেটে ২০৫ রানে থামে সিলেট।
ঢাকার হয়ে নাজমুল ইসলাম অপু ২টি, আনামুল হক ও তাইবুর রহমান ১টি করে উইকেট লাভ করেন।
২০৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা ঢাকার শুরুটা হতাশ হলেও ঘুরে দাঁড়ায় দলটি। দলীয় ১ রানে ওপেনার সাইফ হাসানকে হারায় ঢাকা। রানের খাতা খুলতে পারেননি এই অধিনায়ক। আরেক অধিনায়ক আশিকুর রহমান শিবলিও বেশিদূর যেতে পারেননি। ব্যক্তিগত ১৭ রানে দলীয় ৫৭ রানে তিনিও ফিরেন সাজঘরে। তবে তিনে নামা আরিফুল ইসলাম একাই হারিয়ে দেন সিলেটকে। ৪৬ বলের বিধ্বংসী ইনিংসে ৯৪ করেন তিনি। ছয় চার ও আট ছক্কায় সাজান নিজের ইনিংসটি। ২৭ রান করেন আরাফাত সানি জুনিয়র। ৩০ রানে মাহিদুল ইসলাম অঙ্কন ও ৩১ রানে শুভাগত হোম চৌধুরী অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
সিলেটের হয়ে খালেদ, রাহী ও রাজা ১টি করে উইকেট লাভ করেন।
সকালের অন্য ম্যাচে সিলেট ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড দুইয়ে ঢাকা মেট্রো ৩১ রানে হারিয়েছে বরিশালকে। আগে ব্যাট করা ঢাকা মেট্রো ৪ উইকেটে ১৯২ রান তুলেছলো। ৩৩ বলে ৫৩ রান করেছেন ইমরানুজ্জামান। ৩৫ বলে ৬৫ রান করেছেন অধিনায়ক নাঈম শেখ। ১৫ রান করে সংগ্রহ করেছেন আনিসুল ও রনি। ৩৬ রানে অপরাজিত থেকেছেন তাবিজুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০