স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানে ক্রিকেট সব কিছুর উর্ধ্বে। দলমত নির্বিশেষে সবাই ক্রিকেটের পক্ষেই। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে আছেন। ১৪ বছরের সাজা হয়েছে তার। ইমরানের দল তেহরিক ই ইনসাফের নেতাকর্মীরা আছেন দমন পীড়নের মধ্যে। তবুও ১৯৯২ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে সম্মান জানাতে ভুল করছে না পাকিস্তান।
দেশটির একটি আন্তর্জাতিক স্টেডিয়াম হচ্ছে ইমরান খানের নামে। খাইবার পাখতুনখাওয়া সরকার প্রদেশটির একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার। তারা জানিয়েছে, ক্রিকেট সব কিছুর উর্ধ্বে। পাকিস্তান ক্রিকেটে বড় নাম ইমরান খান। তাই তার নামেই স্টেডিয়ামের এমন সিদ্ধান্ত।
ইমরান খানের নামে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে একটি এনক্লোজারের নামকরণ করা হয়েছিলো। তবে বিরোধী পক্ষ মাঝে একবার মুছে দিয়েছিলো। কিন্তুু আবারো সেটি পুর্নস্থাপন করা হয়েছে। এর বাইরে এবার ইমরান খানের নামে পুরো একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে।
১৯৯২ সালে ইমরানের নেতৃত্বেই বিশ্বকাপ জিতে ছিলো পাকিস্তান। তাই দেশটির ক্রিকেটে ইমরান খানের নাম সব কিছুর উর্ধ্বে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডনের জানিয়েছে, ইতিমধ্যে খাইবার পাখতুনখাওয়া সরকার আন্তর্জাতিক স্টেডিয়ামটির নাম পরিবর্তনের সব উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার, গান্ডাপুর ক্রীড়া বিভাগের একটি সারসংক্ষেপে স্বাক্ষর করেন মুখ্যমন্ত্রী আলি আমিন খান। সেখানেই ইমরান খানের নামে স্টেডিয়ামের নতুন নামকরণের প্রস্তাব করা হয়েছে। এখন এটি অনুমোদনের জন্য প্রাদেশিক মন্ত্রীসভায় উপস্থাপন করা হবে।
প্রদেশটির ক্রীড়ামন্ত্রী সৈয়দ ফাখর জাহান ডনকে বলেন, এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজনীতির ঊর্ধ্বে, কারণ ইমরান খান দেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় নাম। সবচেয়ে ভালো হতো, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের নামই ইমরান খানের নামে করা হলে; কিন্তু সেখানে শুধুমাত্র একটি এনক্লোজারের নামকরণ করা হয়েছে তার নামে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০