স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই এসেছে জোড়া সেঞ্চুরি। উইল ইয়ং ও টম লাথামের সেঞ্চুরিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড তুলেছে পাঁচ উইকেটে ৩২০ রান।
জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে হলে মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের করতে হবে৩২১ রান।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড শুরু থেকেই ছন্দে ছিলো। দলীয় ৩৯ রানে, ইনিংসের অষ্টম ওভারের তৃতীয় বলে ওপেনার ডেভন কনওয়ে ব্যক্তিগত ১০ রানে বিদায় হলে কিছুটা ছন্দপতন ঘটে দলটির। দ্রুতই হারিয়ে ফেলে দ্বিতীয় উইকেটও। নবম ওভারের প্রথম বলে তিনে নামা কেন উইলিয়ামসন ফিরে যান এক রান তুলতেই। ডেরিল মিচেলকে নিয়ে উইল ইয়ং ধাক্কা সামলানোর চেষ্টা করেন। ইনিংসের ২৭৮তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭৩ রানে মিচেল ফিরে গেলে ভেঙে যায় তাদের জুটি। ২৪ বলে ১০ রান করেন তিনি।
তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ায় উইল ইয়ং ও টম লাথামের ব্যাটে। দুর্দান্ত ব্যাট করা এই জুটি তুলে নেয় ১১৮ রানে। তাতেই বড় রানের পূঁজি পেয়ে ব্ল্যাকক্যাপসরা। ইনিংসের ৩৮তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৯১ রানের মাথায় সেঞ্চুরি হাঁকিয়ে ফিরেন ইয়ং। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেঞ্চুরি আসে এই ওপেনারের.ব্যাট থেকে। ১১৩ বলে ১০৭ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি ১২ চার ও ১ ছক্কায়।
সেঞ্চুরিয়ান ইয়ংয়ের বিদায়ের পর উইকেটে আসা গ্রীণ ফিলিস ঝড় তুলেন। একের পর এক বাউন্ডারিতে পাকিস্তানী বোলারদের তুলোধুনো করে ছাড়েন তিনি। চার ছক্কা ও তিন চারে মাত্র ৩৯ বলে ৬১ রানের দারুণ এক ইনিংস খেলেন ফিরেন দলীয় ৩১৯ রানে ইনিংসের দুই বল আগে। পঞ্চম উইকেটে সেঞ্চুরিয়ান লাথামকে নিয়ে গড়েন ১২৫ রানের জুটি। ১০৪ বলে ১১৮ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস খেলে অপরাজিত থাকেন লাথাম। দশ চার ও তিন ছক্কায় সাজান তিন অঙ্কের ম্যাজিক ফিগারটি। পাঁচ উইকেটে ৩২০ রানে থামে নিউজিল্যান্ড।
পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০