স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও পাঞ্জাব কিংস। দুই দলের সেই লড়াইয়ে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৪ রানের বিশাল সংগ্রহ পেয়েছে পাঞ্জাব কিংস। হায়দ্রাবাদের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ঝড়ো ব্যাটিং উপহার দিয়েছে অতিথিরা।
জিততে হলে এখন স্বাগতিক হায়দ্রাবাদকে করতে হবে ২১৫ রান।
রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক পাঞ্জাব। নতুন ওপেনিং জুটি অথর্ব তৈদ ও প্রভসিমরণ সিং মিলে গড়ে তুলেন ৯৭ রানের দারুণ এক জুটি। দশম ওভারের প্রথম বলে এসে সেই জুটি ভাঙেন বিজয়কান্ত বিয়সকান্ত। ২৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলা অথর্ব বিদায় নেন ফিফটি মিসের আক্ষেপ নিয়ে। এরপর ক্রিজে আসা রাইলি রুশোকে সাথে নিয়ে ৫৪ রানের দারুণ জুটি গড়ে দলের বড় স্কোরের পথ সুগম করেন প্রভসিমরণ।
৪৫ বলে ৭ বাউন্ডারির সাথে ৪ ছক্কায় ৭১ রানের দারুণ ইনিংস খেলে প্রভসিমরণ বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর আরও তিনটি উইকেট হারালেও, রুশোর ২৪ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৯ রানের ইনিংস এবং অধিনায়ক জিতেশ শর্মার ১৫ বলে ২টি করে চার ও ছক্কায় ৩২ রানের ইনিংসে ভর করে দুইশ পার করা বিশাল পুঁজি পায় পাঞ্জাব।
হায়দ্রাবাদের হয়ে থাঙ্গারাসু নটরাজ সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post